ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

ভোটার তালিকা হালনাগাদ, তথ্য সংগ্রহ শুরু ২০ মে

  • আপডেট সময় : ০১:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ভোটার তালিকা হালনাগাদের জন্য আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের তথ্য সংগ্রহ করা হবে। শুরুতে ১৩৫টি উপজেলায় এই কার্যক্রম চলবে।
গতকাল রোববার ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। যেসব নাগরিকের বয়স ১৮ বা তার বেশি, তারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। আর ১৫ থেকে ১৮ বছরের কম বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করে রাখা হবে। তাদের বয়স ১৮ পূর্ণ হলে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে। একইসঙ্গে মৃত ভোটারদেরও তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। এর আগে সর্বশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেবার একসঙ্গে তিন বছরের তথ্য সংগ্রহ করা হয়েছিল। অশোক কুমার দেবনাথ বলেন, ‘তিন সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। এরপর নির্ধারিত কেন্দ্রে ছবি, বায়োমেট্রিক ও চোখের আইরিশ নেওয়া হবে। এখনও কেন্দ্র চূড়ান্ত করা হয়নি।’ গত ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন, নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। ৪৫৪ জন রয়েছেন হিজড়া ভোটার।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভোটার তালিকা হালনাগাদ, তথ্য সংগ্রহ শুরু ২০ মে

আপডেট সময় : ০১:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : ভোটার তালিকা হালনাগাদের জন্য আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের তথ্য সংগ্রহ করা হবে। শুরুতে ১৩৫টি উপজেলায় এই কার্যক্রম চলবে।
গতকাল রোববার ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। যেসব নাগরিকের বয়স ১৮ বা তার বেশি, তারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। আর ১৫ থেকে ১৮ বছরের কম বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করে রাখা হবে। তাদের বয়স ১৮ পূর্ণ হলে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে। একইসঙ্গে মৃত ভোটারদেরও তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। এর আগে সর্বশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেবার একসঙ্গে তিন বছরের তথ্য সংগ্রহ করা হয়েছিল। অশোক কুমার দেবনাথ বলেন, ‘তিন সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। এরপর নির্ধারিত কেন্দ্রে ছবি, বায়োমেট্রিক ও চোখের আইরিশ নেওয়া হবে। এখনও কেন্দ্র চূড়ান্ত করা হয়নি।’ গত ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন, নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। ৪৫৪ জন রয়েছেন হিজড়া ভোটার।