ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভোজ্যতেলের ৮ আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ০২:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ভোজ্যতেলের আট আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। প্রতিযোগিতা কমিশন আইনের ১৫(২)এর ‘খ’ ধারা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় শুনানির জন্য চারটি প্রতিষ্ঠানকে ১৮ মে ও বাকি চারটি প্রতিষ্ঠানকে ১৯ মে হাজির হতে নোটিশও দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করতে স্বাধীন অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে বুধবার (১১ মে) এ মামলা দায়ের করেছে। যে আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো হলো- সিটি এডিবল ওয়েল লিমিটেড, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল), মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড, বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড, প্রাইম এডিবল অয়েল লিমিটেড এবং গ্লোব এডিবল অয়েল লিমিটেড। গতকাল বৃহস্পতিবার প্রতিযোগিতা কমিশনের পরিচালক (ব্যবসা) সালাউদ্দিন আহাম্মদ মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন। কমিশনের জনসংযোগ কর্মকর্তা শেখ রুবেল সংবাদ মাধ্যমকে বলেন, কমিশন আইনের ১৫(২)-এর ‘খ’ ধারা অনুযায়ী মামলায় উৎপাদন, সরবরাহ, বাজার, কারিগরি উন্নয়ন, বিনিয়োগ বা সেবার সংস্থানকে সীমিত বা নিয়ন্ত্রণ করার অভিযোগ আনা হয়েছে ওই আট কোম্পানির বিরুদ্ধে। শুনানিতে অংশ নিতে এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নোটিশ পাঠিয়েছে প্রতিযোগিতা কমিশন। আগামী ১৮ মে শুনানিতে অংশ নিতে ডাকা হয়েছে সিটি এডিবল অয়েল লিমিটেড, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল), বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল এবং মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডকে। বাকি চার প্রতিষ্ঠান অর্থাৎ শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড, প্রাইম এডিবল অয়েল লিমিটেড এবং গ্লোব এডিবল অয়েল লিমিটেডকে শুনানির জন্য ডাকা হয়েছে ১৯ মে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভোজ্যতেলের ৮ আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : ভোজ্যতেলের আট আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। প্রতিযোগিতা কমিশন আইনের ১৫(২)এর ‘খ’ ধারা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় শুনানির জন্য চারটি প্রতিষ্ঠানকে ১৮ মে ও বাকি চারটি প্রতিষ্ঠানকে ১৯ মে হাজির হতে নোটিশও দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করতে স্বাধীন অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে বুধবার (১১ মে) এ মামলা দায়ের করেছে। যে আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো হলো- সিটি এডিবল ওয়েল লিমিটেড, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল), মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড, বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড, প্রাইম এডিবল অয়েল লিমিটেড এবং গ্লোব এডিবল অয়েল লিমিটেড। গতকাল বৃহস্পতিবার প্রতিযোগিতা কমিশনের পরিচালক (ব্যবসা) সালাউদ্দিন আহাম্মদ মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন। কমিশনের জনসংযোগ কর্মকর্তা শেখ রুবেল সংবাদ মাধ্যমকে বলেন, কমিশন আইনের ১৫(২)-এর ‘খ’ ধারা অনুযায়ী মামলায় উৎপাদন, সরবরাহ, বাজার, কারিগরি উন্নয়ন, বিনিয়োগ বা সেবার সংস্থানকে সীমিত বা নিয়ন্ত্রণ করার অভিযোগ আনা হয়েছে ওই আট কোম্পানির বিরুদ্ধে। শুনানিতে অংশ নিতে এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নোটিশ পাঠিয়েছে প্রতিযোগিতা কমিশন। আগামী ১৮ মে শুনানিতে অংশ নিতে ডাকা হয়েছে সিটি এডিবল অয়েল লিমিটেড, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল), বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল এবং মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডকে। বাকি চার প্রতিষ্ঠান অর্থাৎ শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড, প্রাইম এডিবল অয়েল লিমিটেড এবং গ্লোব এডিবল অয়েল লিমিটেডকে শুনানির জন্য ডাকা হয়েছে ১৯ মে।