ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ভেবেছিলাম ৩০ পেরোলেই বিয়ে করবো: তামান্না

  • আপডেট সময় : ০৫:৫৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: দক্ষিণ ও হিন্দি—দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় তামান্না ভাটিয়া। বলা যায়, ক্যারিয়ারের দারুন সময় পার করছেন তিনি। আইটেম গান আর অভিনয়- দুই দিকেই সমানতালে কাজ করে যাচ্ছেন তামান্না। সম্প্রতি আরিয়ান খানের নেটফ্লিক্স সিরিজ ‘ব্যাডস অব বলিউড’র ‘গাফুর’ গানে নেচে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন তিনি। সামনে তামান্নাকে দেখা যাবে ‘ও রোমি’, ‘ভ্যান—ফোর্স অব দ্য ফরেস্ট’, ‘নো এন্ট্রি ২’–সহ বেশ কয়েকটি সিনেমায়।

এই অভিনেত্রীই নাকি ৩০-এর পর বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন, এমনটাই জানিয়েছেন এক সাক্ষাৎকারে। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী অভিনেত্রী কথা বলেছেন অভিনয় ক্যারিয়ারসহ নানা বিষয়ে।

Tamannaah Bhatia opens up on Self-Love and Body Positivity

তামান্নার ভাষায়, ‘আমি ভেবেছিলাম—এখন কাজ শুরু করব, ৩০-এর পর বিয়ে করে সংসার করব। কারণ, তখন পরের বয়সের নারীদের জন্য তেমন চরিত্র লিখতেই দেখা যেত না।’

তামান্নার বলছেন, ‘২৭-২৮ বছরের দিকে এসে আমি সত্যিকারের নিজেকে খুঁজে পেয়েছি। ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে শুরু হলো আমাদের বয়সের নারীদের জন্য দারুণ দারুণ চরিত্র লেখা। এখন সবার মধ্যে একটা পরিবর্তন এসেছে। বয়স নিয়ে ভয়টা কেন—এটা আজও বুঝি না! বয়স যেন কোনো রোগ! অথচ বয়স বাড়া তো অসাধারণ এক ব্যাপার!’

এই সাক্ষাৎকারে তামান্না আরও বলেন, ‘মানুষ বয়সকে ভয় পায় কেন? অভিজ্ঞতা, পরিপক্বতা—সবকিছুই তো বয়স বাড়ার সঙ্গে আসে।’

ওআ/আপ্র/২৮/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম ৩০ পেরোলেই বিয়ে করবো: তামান্না

আপডেট সময় : ০৫:৫৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক: দক্ষিণ ও হিন্দি—দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় তামান্না ভাটিয়া। বলা যায়, ক্যারিয়ারের দারুন সময় পার করছেন তিনি। আইটেম গান আর অভিনয়- দুই দিকেই সমানতালে কাজ করে যাচ্ছেন তামান্না। সম্প্রতি আরিয়ান খানের নেটফ্লিক্স সিরিজ ‘ব্যাডস অব বলিউড’র ‘গাফুর’ গানে নেচে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন তিনি। সামনে তামান্নাকে দেখা যাবে ‘ও রোমি’, ‘ভ্যান—ফোর্স অব দ্য ফরেস্ট’, ‘নো এন্ট্রি ২’–সহ বেশ কয়েকটি সিনেমায়।

এই অভিনেত্রীই নাকি ৩০-এর পর বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন, এমনটাই জানিয়েছেন এক সাক্ষাৎকারে। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী অভিনেত্রী কথা বলেছেন অভিনয় ক্যারিয়ারসহ নানা বিষয়ে।

Tamannaah Bhatia opens up on Self-Love and Body Positivity

তামান্নার ভাষায়, ‘আমি ভেবেছিলাম—এখন কাজ শুরু করব, ৩০-এর পর বিয়ে করে সংসার করব। কারণ, তখন পরের বয়সের নারীদের জন্য তেমন চরিত্র লিখতেই দেখা যেত না।’

তামান্নার বলছেন, ‘২৭-২৮ বছরের দিকে এসে আমি সত্যিকারের নিজেকে খুঁজে পেয়েছি। ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে শুরু হলো আমাদের বয়সের নারীদের জন্য দারুণ দারুণ চরিত্র লেখা। এখন সবার মধ্যে একটা পরিবর্তন এসেছে। বয়স নিয়ে ভয়টা কেন—এটা আজও বুঝি না! বয়স যেন কোনো রোগ! অথচ বয়স বাড়া তো অসাধারণ এক ব্যাপার!’

এই সাক্ষাৎকারে তামান্না আরও বলেন, ‘মানুষ বয়সকে ভয় পায় কেন? অভিজ্ঞতা, পরিপক্বতা—সবকিছুই তো বয়স বাড়ার সঙ্গে আসে।’

ওআ/আপ্র/২৮/১০/২০২৫