ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ভেন্টিলেটরে মা, ‘তীব্র কষ্ট’ নিয়ে খেলে যাচ্ছেন বাবর

  • আপডেট সময় : ০৯:১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারত, নিউ জিল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ছে পাকিস্তান। দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। কিন্তু কতটা মানসিক যন্ত্রণায় তিনি আছেন, সেটা হয়তো কারো জানা নেই।
পাকিস্তান অধিনায়কের বাবা শনিবার ইনস্টাগ্রামে জানান, গত রোববার ভারতের বিপক্ষে বাবর যখন ম্যাচ খেলছিলেন, তখন তার মা ভেন্টিলেটরে ছিলেন। ওই ম্যাচে পাকিস্তান অধিনায়ক অপরাজিত ৬৮ রান করেন এবং মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তার জুটি ছিল ১৫২ রানের। প্রথমবার যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে প্রতিবেশী দেশকে হারায় পাকিস্তান।
বাবরের বাবা আজম সিদ্দিকী বলেন, এখনো সুস্থ হয়নি পাকিস্তান অধিনায়কের মা। মনের ভেতর তীব্র যন্ত্রণা নিয়ে এই সপ্তাহে তিন ম্যাচে নেতৃত্ব দেন বাবর। আজম লিখেছেন, ‘আমার জাতিকে একটা সত্য জানানোর সময় এসেছে। তিন ম্যাচ জয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু আমাদের ঘরে হয়েছে সবচেয়ে বড় পরীক্ষা। ভারতের বিপক্ষে ম্যাচের দিন বাবরের মা ভেন্টিলেটরে ছিল।’
বাবরের মায়ের অস্ত্রোপচার করা হয়েছে। এখন মোটামুটি সুস্থ হয়ে উঠছেন। সন্তানের এই দুঃসময়ে পাশে থাকতে আমিরাতে আজম, ‘অনেক কষ্ট নিয়ে এই তিন ম্যাচ খেলেছিল বাবর। আমি এখানে এসেছি যাতে করে বাবর দুর্বল না হয়ে পড়ে।’
ভারতের বিপক্ষে বাবর দলকে জেতানোর পর দুবাইয়ের গ্যালারিতে অঝোরে কাঁদতে দেখা গেছে তার বাবাকে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভেন্টিলেটরে মা, ‘তীব্র কষ্ট’ নিয়ে খেলে যাচ্ছেন বাবর

আপডেট সময় : ০৯:১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১

ক্রীড়া ডেস্ক : ভারত, নিউ জিল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ছে পাকিস্তান। দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। কিন্তু কতটা মানসিক যন্ত্রণায় তিনি আছেন, সেটা হয়তো কারো জানা নেই।
পাকিস্তান অধিনায়কের বাবা শনিবার ইনস্টাগ্রামে জানান, গত রোববার ভারতের বিপক্ষে বাবর যখন ম্যাচ খেলছিলেন, তখন তার মা ভেন্টিলেটরে ছিলেন। ওই ম্যাচে পাকিস্তান অধিনায়ক অপরাজিত ৬৮ রান করেন এবং মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তার জুটি ছিল ১৫২ রানের। প্রথমবার যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে প্রতিবেশী দেশকে হারায় পাকিস্তান।
বাবরের বাবা আজম সিদ্দিকী বলেন, এখনো সুস্থ হয়নি পাকিস্তান অধিনায়কের মা। মনের ভেতর তীব্র যন্ত্রণা নিয়ে এই সপ্তাহে তিন ম্যাচে নেতৃত্ব দেন বাবর। আজম লিখেছেন, ‘আমার জাতিকে একটা সত্য জানানোর সময় এসেছে। তিন ম্যাচ জয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু আমাদের ঘরে হয়েছে সবচেয়ে বড় পরীক্ষা। ভারতের বিপক্ষে ম্যাচের দিন বাবরের মা ভেন্টিলেটরে ছিল।’
বাবরের মায়ের অস্ত্রোপচার করা হয়েছে। এখন মোটামুটি সুস্থ হয়ে উঠছেন। সন্তানের এই দুঃসময়ে পাশে থাকতে আমিরাতে আজম, ‘অনেক কষ্ট নিয়ে এই তিন ম্যাচ খেলেছিল বাবর। আমি এখানে এসেছি যাতে করে বাবর দুর্বল না হয়ে পড়ে।’
ভারতের বিপক্ষে বাবর দলকে জেতানোর পর দুবাইয়ের গ্যালারিতে অঝোরে কাঁদতে দেখা গেছে তার বাবাকে।