ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ভেজাল সেমাই কারখানায় অভিযান, গ্রেপ্তার ৫

  • আপডেট সময় : ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে ভেজাল সেমাই তৈরির বেশ কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল সেমাই উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, কদমফুল সেমাই কারখানার মালিক সোনা মিয়া ও ম্যানেজার লোকমান, মিতালী সেমাই কারখানার মালিক মোহাম্মদ আলী ও ম্যানেজার আদর আলী এবং নাসির ফুড কারখানার ম্যানেজার আব্দুর রহমান আকাশ।
গতকাল রোববার (২৪ মার্চ) ডিএমপির লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো ইমরান হোসেন মোলøা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে সাফওয়ান হাসপাতাল গলির কদমফুল সেমাই কারখানা থেকে ১৫০ কেজি ভেজাল সেমাই, খালপাড় রোডের কবুতর হাট সংলগ্ন মিতালী সেমাই কারখানা থেকে ১০০ কেজি ভেজাল সেমাই ও মাদ্রাসাপাড়া সংলগ্ন তিতাস সেমাই কারখানা থেকে ১০০ কেজি ভেজাল সেমাই উদ্ধার করা হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে ভেজাল ও নি¤œমানের সেমাই উৎপাদন করে বাজারজাত করার চেষ্টা করছে। এছাড়াও, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অগ্নি ঝুঁকিপূর্ণ এসব কারখানায় উৎপাদিত হতো নি¤œমানের সেমাই। তিনি আরও বলেন, কামরাঙ্গীরচর এলাকায় বেশ কয়েকটি সেমাই কারখানার মধ্যে একটি দুষ্টচক্র ভেজাল সেমাই তৈরি করে বাজারজাত করছিল। গতকাল শনিবার কামরাঙ্গীরচর এলাকায় ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযানকালে সন্ধান মিলে এমন কিছু ভেজাল সেমাই তৈরির কারখানার। অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভেজাল সেমাই। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভেজাল সেমাই কারখানায় অভিযান, গ্রেপ্তার ৫

আপডেট সময় : ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে ভেজাল সেমাই তৈরির বেশ কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল সেমাই উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, কদমফুল সেমাই কারখানার মালিক সোনা মিয়া ও ম্যানেজার লোকমান, মিতালী সেমাই কারখানার মালিক মোহাম্মদ আলী ও ম্যানেজার আদর আলী এবং নাসির ফুড কারখানার ম্যানেজার আব্দুর রহমান আকাশ।
গতকাল রোববার (২৪ মার্চ) ডিএমপির লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো ইমরান হোসেন মোলøা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে সাফওয়ান হাসপাতাল গলির কদমফুল সেমাই কারখানা থেকে ১৫০ কেজি ভেজাল সেমাই, খালপাড় রোডের কবুতর হাট সংলগ্ন মিতালী সেমাই কারখানা থেকে ১০০ কেজি ভেজাল সেমাই ও মাদ্রাসাপাড়া সংলগ্ন তিতাস সেমাই কারখানা থেকে ১০০ কেজি ভেজাল সেমাই উদ্ধার করা হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে ভেজাল ও নি¤œমানের সেমাই উৎপাদন করে বাজারজাত করার চেষ্টা করছে। এছাড়াও, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অগ্নি ঝুঁকিপূর্ণ এসব কারখানায় উৎপাদিত হতো নি¤œমানের সেমাই। তিনি আরও বলেন, কামরাঙ্গীরচর এলাকায় বেশ কয়েকটি সেমাই কারখানার মধ্যে একটি দুষ্টচক্র ভেজাল সেমাই তৈরি করে বাজারজাত করছিল। গতকাল শনিবার কামরাঙ্গীরচর এলাকায় ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযানকালে সন্ধান মিলে এমন কিছু ভেজাল সেমাই তৈরির কারখানার। অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভেজাল সেমাই। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।