নিজস্ব প্রতিবেদক : নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশুখাদ্য, কসমেটিকস, অবৈধ ও মানহীন গিজার উৎপাদন, মজুত এবং বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
গতকাল বুধবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর কদমতলী, কামরাঙ্গীরচর ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এর মধ্যে পিএইচবি ক্যাবলসকে তিন লাখ টাকা, এমএসজিএম প্রাইম ক্যাবলসকে এক লাখ টাকা, তানিয়া ক্যাবলসকে চার লাখ টাকা, এসএস ক্যাবলসকে ২০ হাজার টাকা, মামা-ভাগ্নে ওয়ার ড্রইংকে ৫০ হাজার টাকা, মিশু মেটালকে তিন লাখ টাকা, কনফিডেন্স ফুড প্রডাক্টসকে দুই লাখ টাকা, ইউনিভার্সাল এন্টারপ্রাইজকে পাঁচ লাখ টাকা, শখ এক্সক্লুসিভ ব্রান্ড শপকে ৩৫ হাজার টাকা, রাজিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপকে তিন লাখ টাকা ও কাওসার এন্টারপ্রাইজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে এক লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশুখাদ্য, কসমেটিকস ধ্বংস করা হয়। এনায়েত কবির সোয়েব আরও বলেন, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল পণ্য মজুত ও বাজারজাত করে আসছিলেন।
ভেজাল শিশুখাদ্য-নকল পণ্য উৎপাদন, ১১ প্রতিষ্ঠানকে জরিমানা ২৫ লাখ
ট্যাগস :
ভেজাল শিশুখাদ্য-নকল পণ্য উৎপাদন
জনপ্রিয় সংবাদ