কুষ্টিয়া সংবাদদাতা : বিরোধের জেরে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে বলে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান। মৃত আব্দুর রাজ্জাক (৫৫) ওই এলাকার মৃত আয়ূব আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন হিসাবে কর্মরত ছিলেন। ওসি বলেন, সকালে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন রাজ্জাক। এ সময় স্থানীয় খাঁ ও বিশ্বাস গ্রুপের কয়েকজন সেখানে গিয়ে তাকে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করে। এতে ঘটনাস্থলেই রাজ্জাক মারা যান।