প্রযুক্তি ডেস্ক : ইলন মাস্ক এ বছরেই কক্ষপথে স্টারশিপ পাঠানোর পরিকল্পনা করলেও সম্ভবত বড় ধাক্কা লেগেছে সেই পরিকল্পনায়। সোমবার টেক্সাসে স্টারশিপ স্পেসক্র্যাফটের বুস্টার রকেট পরীক্ষার সময় বিস্ফোরিত হয়েছে এর ইঞ্জিন।
“হ্যাঁ, আসলে বিষয়টা ভালো হলো না। দল ক্ষতির হিসেব করে দেখছে,” সুপার হেভি বুস্টার ৭-এর প্রোটোটাইপ বিস্ফোরণের পর টুইট করেছেন মাস্ক। বুস্টার রকেটটি নিয়ে স্পেসএক্সের পরীক্ষা নিজস্ব চ্যানেল ‘নাসা স্পেসফ্লাইট’ থেকে লাইভস্ট্রিম করছিল নাসা। তবে, এ ঘটনায় তাৎক্ষণেকভাবে কেউ আহত হওয়ার ইঙ্গিত মেলেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। লাইভস্ট্রিমের জন্য সবচেয়ে কাছে থাকা ক্যামেরাটিও বিস্ফোরণে কেঁপে উঠেছিল। মুহুর্তের মধ্যে বুস্টার রকেটের নিচের অংশটি আগুন ও ধোঁয়ায় আড়াল হয়ে যায়। কয়েক মুহুর্তের মধ্যে দৃশ্যত আগুন নিভে গেলেও ধোঁয়া বেরিয়ে আসতে থাকে রকেটের নিচের অংশ থেকে। বিস্ফোরণের পরেও টেস্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল বুস্টার রকেটটি। মাস্ক এই ঘটনা নিয়ে টুইট করেছেন, “সামনের দিনগুলোতে আমরা আর ৩৩টি ইঞ্জিনের সবগুলো নিয়ে স্পিন স্টার্ট পরীক্ষা করবো না।”
টেক্সসের বোকা চিকায় বুস্টার রকেটটি নিয়ে দিনব্যাপী পরীক্ষা চালাচ্ছিল স্পেসএক্স। ৩৩টি র্যাপটর ইঞ্জিন আছে রকেটটিতে। এ বছরেই স্টারশিপ রকেট কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করেছে স্পেসএক্স। তবে কোনো নভোচারী থাকবে না যানটিতে। সুপার হেভি বুস্টার রকেট জুড়ে দেওয়ার পর স্টারশিপের সম্পূর্ণ দৈর্ঘ হবে ১২০ মিটার বা ৩৯৪ ফিট। রয়টার্স জানিয়েছে, মাস্কের মঙ্গলযাত্রা স্বপ্নের কেন্দ্রে রয়েছে স্পেসএক্সের নতুন প্রজন্মের বুস্টার রকেটটি। তবে এ প্রসএঙ্গ স্পেসএক্সের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স। বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত হবে কি না, সে প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-ও তাৎক্ষণিক কোনো উত্তর দেয়নি। ২০২০ সালের শেষে এবং ২০২১ সালের শুরুতে চারটি স্টারশিপ প্রোটোটাইপ হারিয়েছিল স্পেসএক্স। স্পেসক্র্যাফটগুলো সফলভাবে মহাকাশে পাঠাতে পারলেও অবতরণের সময় বিস্ফোরিত হয়েছিল। অবশেষে ২০২১ সালের মে মাসে স্টারশিপ স্পেসক্র্যাফট নিয়ে পরীক্ষায় সাফল্য পায় স্পেসএক্স, নিরাপদে মহাকাশযানটি অবতরণে সক্ষম হয়েছিল প্রতিষ্ঠানটি।
ভূমিতেই বিস্ফোরিত স্পেসএক্স সুপারহেভির ইঞ্জিন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ