ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ ৫৭, উদ্ধার ৩৩ বাংলাদেশি

  • আপডেট সময় : ১২:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে এক শরণার্থী নৌকাডুবির ঘটনায় ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। তারা বাংলাদেশি বলে জানিয়েছে তিউনিশিয়া রেড ক্রিসেন্ট।
সংস্থাটির পক্ষ থেকে গত মঙ্গলবার বলা হয়, ডুবে যাওয়া নৌকার আরও ৫৭ আরোহী নিখোঁজ হয়েছেন। গত কয়েক সপ্তাহে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির একাধিক ঘটনা ঘটেছে। সাগর এখন অপেক্ষাকৃত শান্ত থাকায় তিউনিশিয়া ও লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনেক শরণার্থী ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন।
রেড ক্রিসেন্টের কর্মকর্তা মনগি স্লিম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘৩৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়ছে। আরও ৫৭ জন ডুবে গেছেন। নৌকাটিতে প্রায় ৯০ জন শরণার্থী ছিলেন। যেটি লিবিয়া থেকে ইউরোপের পথে রওনা হয়েছিল।’’
একজন নিরাপত্তা কর্মকর্তাও ৫৭ শরণার্থী ডুবে যাওয়া এবং ৩৩ জনকে উদ্ধার করার খবর নিশ্চিত করেছেন। গত কয়েক সপ্তাহে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে ৬০ জনের বেশি শরণার্থী মারা গেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, এ বছর প্রায় সাড়ে ২৩ হাজার শরণার্থী সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন। তাদের বেশিরভাগই তিউনিশিয়া এবং আলজেরিয়া হয়ে ইতালি বা স্পেনে গেছেন।
ঝুঁকিপূর্ণ এই যাত্রা পথে প্রায় ৬৩৩ শরণার্থী মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ ৫৭, উদ্ধার ৩৩ বাংলাদেশি

আপডেট সময় : ১২:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে এক শরণার্থী নৌকাডুবির ঘটনায় ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। তারা বাংলাদেশি বলে জানিয়েছে তিউনিশিয়া রেড ক্রিসেন্ট।
সংস্থাটির পক্ষ থেকে গত মঙ্গলবার বলা হয়, ডুবে যাওয়া নৌকার আরও ৫৭ আরোহী নিখোঁজ হয়েছেন। গত কয়েক সপ্তাহে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির একাধিক ঘটনা ঘটেছে। সাগর এখন অপেক্ষাকৃত শান্ত থাকায় তিউনিশিয়া ও লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনেক শরণার্থী ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন।
রেড ক্রিসেন্টের কর্মকর্তা মনগি স্লিম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘৩৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়ছে। আরও ৫৭ জন ডুবে গেছেন। নৌকাটিতে প্রায় ৯০ জন শরণার্থী ছিলেন। যেটি লিবিয়া থেকে ইউরোপের পথে রওনা হয়েছিল।’’
একজন নিরাপত্তা কর্মকর্তাও ৫৭ শরণার্থী ডুবে যাওয়া এবং ৩৩ জনকে উদ্ধার করার খবর নিশ্চিত করেছেন। গত কয়েক সপ্তাহে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে ৬০ জনের বেশি শরণার্থী মারা গেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, এ বছর প্রায় সাড়ে ২৩ হাজার শরণার্থী সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন। তাদের বেশিরভাগই তিউনিশিয়া এবং আলজেরিয়া হয়ে ইতালি বা স্পেনে গেছেন।
ঝুঁকিপূর্ণ এই যাত্রা পথে প্রায় ৬৩৩ শরণার্থী মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন।