ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ভুয়া এনআইডি শিশুকে দুবাইয়ে পাচারের চেষ্টা, গ্রেফতার ৩

  • আপডেট সময় : ০৭:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বরিশাল সংবাদদাতা : বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ এলাকার এক শিশুকে দেশের বাইরে দুবাইয়ে পাচারের চেষ্টার অভিযোগে দুই নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার শিশুর মা বাদী হয়ে কাউনিয়া থানায় মানব পাচার মামলা দায়ের করেন। গ্রেফতাররা হচ্ছে- সুইটি, জুথি বেগম ও আল আমিন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রুনা লায়লা বলেন, ‘গত ১ জানুয়ারি বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ এলাকা থেকে নিখোঁজ হয় শিশুটি। কোনোভাবে সন্ধান না পেয়ে ৯ জানুয়ারি শিশুটির মা বাদী হয়ে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর সোর্স ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে নগরীর দপ্তরখানা এলাকার একটি ঘর থেকে শিশুটিকে উদ্ধার এবং ওই তিন জনকে গ্রেফতার করা হয়।’ তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে শিশুটিকে দেশের বাইরে দুবাই যৌনকাজে বিক্রির উদ্দেশে তার পাসপোর্ট তৈরি করছিল। এ কারণে শিশুটিকে নিয়ে প্রথমে ঢাকায় যায়।

সেখানে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে। ওই পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করতে আবার বরিশালে নিয়ে আসে। এ সময় গ্রেফতারকৃতরা শিশুটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।’ উপপুলিশ কমিশনার বলেন, ‘গ্রেফতারদের প্রধান কাজই হচ্ছে এ ধরনের নারী-শিশুদের বিদেশে যৌনকাজে পাচার করা। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত এবং পাচারকারী চক্র ইতোমধ্যে কাদের পাচার করেছে ওই সকল তথ্য-উপাত্ত জানার চেষ্টা চলছে।’ এ ঘটনায় বাদীর দায়ের করা জিডি মানব পাচার মামলায় রূপ নেবে বলে জানান তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভুয়া এনআইডি শিশুকে দুবাইয়ে পাচারের চেষ্টা, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৭:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

বরিশাল সংবাদদাতা : বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ এলাকার এক শিশুকে দেশের বাইরে দুবাইয়ে পাচারের চেষ্টার অভিযোগে দুই নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার শিশুর মা বাদী হয়ে কাউনিয়া থানায় মানব পাচার মামলা দায়ের করেন। গ্রেফতাররা হচ্ছে- সুইটি, জুথি বেগম ও আল আমিন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রুনা লায়লা বলেন, ‘গত ১ জানুয়ারি বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ এলাকা থেকে নিখোঁজ হয় শিশুটি। কোনোভাবে সন্ধান না পেয়ে ৯ জানুয়ারি শিশুটির মা বাদী হয়ে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর সোর্স ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে নগরীর দপ্তরখানা এলাকার একটি ঘর থেকে শিশুটিকে উদ্ধার এবং ওই তিন জনকে গ্রেফতার করা হয়।’ তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে শিশুটিকে দেশের বাইরে দুবাই যৌনকাজে বিক্রির উদ্দেশে তার পাসপোর্ট তৈরি করছিল। এ কারণে শিশুটিকে নিয়ে প্রথমে ঢাকায় যায়।

সেখানে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে। ওই পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করতে আবার বরিশালে নিয়ে আসে। এ সময় গ্রেফতারকৃতরা শিশুটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।’ উপপুলিশ কমিশনার বলেন, ‘গ্রেফতারদের প্রধান কাজই হচ্ছে এ ধরনের নারী-শিশুদের বিদেশে যৌনকাজে পাচার করা। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত এবং পাচারকারী চক্র ইতোমধ্যে কাদের পাচার করেছে ওই সকল তথ্য-উপাত্ত জানার চেষ্টা চলছে।’ এ ঘটনায় বাদীর দায়ের করা জিডি মানব পাচার মামলায় রূপ নেবে বলে জানান তিনি।