ক্রীড়া ডেস্ক : এএফসি কাপে শুরুটা জয় দিয়ে করলেও দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় বসুন্ধরা কিংস। মোহনবাগানের কাছে ৪-০ ব্যবধানে হারের ক্ষত ভুলে কিংসের সব মনোযোগ এখন গোকুলাম কেরালা ম্যাচে। কেরালা ম্যাচে কিংস ঘুরে দাঁড়াবে এমনটাই বিশ্বাস অস্কার ব্রুজোনের। এক জয় ও এক হারে পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ কঠিন হয়ে দাঁড়ালেও এখনো সুযোগ আছে কিংসের। শেষ ম্যাচে গোকুলামকে হারালে আর মাজিয়ার কাছে মোহনবাগান পয়েন্ট খোয়ালে তবেই কপাল খুলে যাবে বসুন্ধরা কিংসের। তাই আগে নিজেদের কাজটা সেরে রাখতে চায় কিংস।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে অস্কার ব্রুজোন বলেন, ‘বাগান ম্যাচে আমরা কিছু ভুল করলে এখনো লড়াইয়ের সুযোগ আছে। আমরা জানি, আমাদের এটা করতে হবে এবং আত্মবিশ্বাসের সহিত খেলতে হবে। ‘ অস্কার ব্রুজোন আরো বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন দল এবং আমরা সব সময় খারাপ সময় থেকে ফিরে এসেছি। যে ভুল করেছি সেগুলো থেকে উন্নতি করতে হবে। ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আমরা। ‘ মোহনবাগানকে ৪-২ ব্যবধানে হারিয়ে আসর শুরু করা কেরালা দ্বিতীয় ম্যাচে মাজিয়ার কাছে হেরে হোঁচট খেয়েছে। পরের রাউন্ডে যেতে হলে কিংসকে হারানোর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে মোহনবাগান ম্যাচেও। কেরালা এই ম্যাচে সবটুকু দিয়ে চেষ্টা করতে চাইবে, তাদেরকে নিয়ে তাই সতর্ক ব্রুজোন, ‘কেরালা ধৈর্যশীল দল, তারা গোলের জন্য এত ক্ষুধার্ত থাকে না। তাদের দ্রুতগতির খেলোয়াড় আছে। রক্ষণে তারা দারুণ।’ বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
ভুল শুধরে কেরালা ম্যাচে মনোযোগ কিংসের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ