ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

ভুল বোঝাবুঝি থেকে ডিসি-এসপিদের হইচই

  • আপডেট সময় : ০১:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের দিন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) হইচই করার বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, এ নিয়ে খামোখা এত কথা বলার প্রয়োজন নেই।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, না। এটা নিয়ে একটুও বলবো না। এগুলো নিয়ে খামোখা এত বলার কোনও প্রয়োজন নেই। আগামীর দিকে তাকান। ওখানে কিছু হয়নি। হয়তো সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটা নিয়ে এত চিন্তা-ভাবনার কোনও কারণ নেই। এটা নিয়ে আবার কথা বলতে চাচ্ছি না। এটা নিয়ে আপনারাও আর মাথা ঘামাবেন না। আমরাও মাথা ঘামাবো না।
গত ৮ অক্টোবর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশন আয়োজিত আসন্ন জেলা পরিষদ ও বিভিন্ন নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকে ডিসি-এসপিরা অংশ নেন। তারা জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর প্রসঙ্গ তুললে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে গাইবান্ধা-৫ উপনির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে তিনি আচরণবিধি প্রতিপালনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার বিষয়টি তুলে ধরেন। প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের অনেকে এই বক্তব্যের পর হইচই করতে থাকেন। একপর্যায়ে এই কমিশনার ডায়াস ছেড়ে নিজ আসনে ফিরে যান।
ডিসি-এসপিদের হইচই খারাপ লেগেছে: ইসি রাশেদা : শনিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) ‘হইচই’ করাটা ঠিক হয়নি বলে মনে করেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, ঘটনাটি খারাপ লেগেছে এবং তিনি কিছুটা বিব্রতও হয়েছেন। তবে এ ঘটনায় বিচলিত নন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শনিবার ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনার আনিছুর রহমানের বক্তব্যের জের ধরে ডিসি-এসপিরা হই-হট্টগোল করে ওঠেন। আনিছুর রহমান ভোটের সময় প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতের অভিযোগের কথা তুলে ধরেছিলেন। তার এই কথায় ডিসি-এসপিরা হইচই শুরু করেন। এ সময় সভা সাময়িকভাবে বিঘিœত হয়। পরে ডিসি-এসপিদের আপত্তির মুখে আনিছুর রহমান বক্তব্য শেষ না করে তার সিটে গিয়ে বসে পড়েন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওই সভায় অংশ নেওয়া কমিশনার রাশেদা সুলতানা বলেন, হইচই করাটা তাদের ঠিক হয়নি, এটা সত্য কথা। পরিবেশটা তৈরি হওয়াটা কোনোভাবেই ঠিক হয়নি। সাময়িকভাবে বলবো, একটু খারাপ লাগছে। বিব্রত তো বটেই। কারণ, ওই রকম একটা ঘটনা কে চায়? মাথার মধ্যেই তো আনতে পারিনি এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। যেটা হয়ে গেছে ওটা নিয়ে আমরা এত বিচলিত না। বিচলিত হওয়ার কোনও কারণ আছে বলেও আমি মনে করি না।
ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের কোনও বিত-া নিয়ে গোটা দেশ মাতামাতি করছে এবং সবাইকে সোচ্চার মনে হচ্ছে মন্তব্য করে রাশেদা সুলতানা বলেন, যে উত্তপ্ত হয়েছিল হয়তো কথার (কমিশনার আনিছুর রহমানের) প্রক্ষেপণটা ওনাদের ভালো লাগেনি। যে প্রসঙ্গ নিয়ে হঠাৎ উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হলো, সেটা যে খুব মিথ্যা তা কিন্তু নয়। প্রসঙ্গগুলো যে আমাদের সমাজে নেই তা কিন্তু নয়। প্রসঙ্গগুলো সত্য। হয়তো বলার ধরনটা ওনারা নিতে পারেননি। তবে একটা বিচ্ছিন্ন বিষয় নিয়ে রিঅ্যাক্ট করার মানে এই না যে ওনারা সার্বিক দায়িত্ব থেকে সরে যাবেন। ওনারা বলেছেন, ইসি যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে কাজ করবেন। বিচ্ছিন্ন বিষয়ের জন্য তারা আমাদের সহযোগিতা করবেন না, এটা আমি বিশ্বাস করি না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি

ভুল বোঝাবুঝি থেকে ডিসি-এসপিদের হইচই

আপডেট সময় : ০১:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের দিন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) হইচই করার বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, এ নিয়ে খামোখা এত কথা বলার প্রয়োজন নেই।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, না। এটা নিয়ে একটুও বলবো না। এগুলো নিয়ে খামোখা এত বলার কোনও প্রয়োজন নেই। আগামীর দিকে তাকান। ওখানে কিছু হয়নি। হয়তো সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটা নিয়ে এত চিন্তা-ভাবনার কোনও কারণ নেই। এটা নিয়ে আবার কথা বলতে চাচ্ছি না। এটা নিয়ে আপনারাও আর মাথা ঘামাবেন না। আমরাও মাথা ঘামাবো না।
গত ৮ অক্টোবর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশন আয়োজিত আসন্ন জেলা পরিষদ ও বিভিন্ন নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকে ডিসি-এসপিরা অংশ নেন। তারা জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর প্রসঙ্গ তুললে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে গাইবান্ধা-৫ উপনির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে তিনি আচরণবিধি প্রতিপালনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার বিষয়টি তুলে ধরেন। প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের অনেকে এই বক্তব্যের পর হইচই করতে থাকেন। একপর্যায়ে এই কমিশনার ডায়াস ছেড়ে নিজ আসনে ফিরে যান।
ডিসি-এসপিদের হইচই খারাপ লেগেছে: ইসি রাশেদা : শনিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) ‘হইচই’ করাটা ঠিক হয়নি বলে মনে করেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, ঘটনাটি খারাপ লেগেছে এবং তিনি কিছুটা বিব্রতও হয়েছেন। তবে এ ঘটনায় বিচলিত নন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শনিবার ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনার আনিছুর রহমানের বক্তব্যের জের ধরে ডিসি-এসপিরা হই-হট্টগোল করে ওঠেন। আনিছুর রহমান ভোটের সময় প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতের অভিযোগের কথা তুলে ধরেছিলেন। তার এই কথায় ডিসি-এসপিরা হইচই শুরু করেন। এ সময় সভা সাময়িকভাবে বিঘিœত হয়। পরে ডিসি-এসপিদের আপত্তির মুখে আনিছুর রহমান বক্তব্য শেষ না করে তার সিটে গিয়ে বসে পড়েন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওই সভায় অংশ নেওয়া কমিশনার রাশেদা সুলতানা বলেন, হইচই করাটা তাদের ঠিক হয়নি, এটা সত্য কথা। পরিবেশটা তৈরি হওয়াটা কোনোভাবেই ঠিক হয়নি। সাময়িকভাবে বলবো, একটু খারাপ লাগছে। বিব্রত তো বটেই। কারণ, ওই রকম একটা ঘটনা কে চায়? মাথার মধ্যেই তো আনতে পারিনি এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। যেটা হয়ে গেছে ওটা নিয়ে আমরা এত বিচলিত না। বিচলিত হওয়ার কোনও কারণ আছে বলেও আমি মনে করি না।
ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের কোনও বিত-া নিয়ে গোটা দেশ মাতামাতি করছে এবং সবাইকে সোচ্চার মনে হচ্ছে মন্তব্য করে রাশেদা সুলতানা বলেন, যে উত্তপ্ত হয়েছিল হয়তো কথার (কমিশনার আনিছুর রহমানের) প্রক্ষেপণটা ওনাদের ভালো লাগেনি। যে প্রসঙ্গ নিয়ে হঠাৎ উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হলো, সেটা যে খুব মিথ্যা তা কিন্তু নয়। প্রসঙ্গগুলো যে আমাদের সমাজে নেই তা কিন্তু নয়। প্রসঙ্গগুলো সত্য। হয়তো বলার ধরনটা ওনারা নিতে পারেননি। তবে একটা বিচ্ছিন্ন বিষয় নিয়ে রিঅ্যাক্ট করার মানে এই না যে ওনারা সার্বিক দায়িত্ব থেকে সরে যাবেন। ওনারা বলেছেন, ইসি যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে কাজ করবেন। বিচ্ছিন্ন বিষয়ের জন্য তারা আমাদের সহযোগিতা করবেন না, এটা আমি বিশ্বাস করি না।