ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

ভুয়া ডিগ্রি ব্যবহারে ডা. জাহাঙ্গীর কবিরকে বিএমডিসির শোকজ

  • আপডেট সময় : ০৭:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আলোচিত চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ নোটিশ দেওয়া হয়।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, ডা. জাহাঙ্গীর কবির এফসিপিএস (চূড়ান্ত) ডিগ্রি সম্পন্ন না করেও নামের পার্শ্বে উক্ত ডিগ্রি ব্যবহার করছেন এবং এভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।

এতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ (৬১ নং আইন) অনুযায়ী কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি বা পদবী ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। আইনটির ১৩ ও ২৯ ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি, পদবী বা উপাধি ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।

এতে আরও বলা হয়, ‘আপনার ডিগ্রি ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে বিএমডিসি হতে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক এই পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারীকে লিখিতভাবে অবহিত করার জন্য জানানো হলো।’

বিএমডিসি জানায়, ডা. জাহাঙ্গীর কবির রাজধানীর আফতাবনগরের ব্লক–সি এলাকায় সিরাজ কনভেনশন সেন্টারের চেম্বার থেকে এফসিপিএস ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এ অভিযোগের বিষয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সচিব অধ্যাপক আবুল বাসার মো. জামাল কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। তার পাঠানো চিঠির ফটোকপিও কারণ দর্শানোর নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

ওআ/আপ্র/০৫/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভুয়া ডিগ্রি ব্যবহারে ডা. জাহাঙ্গীর কবিরকে বিএমডিসির শোকজ

আপডেট সময় : ০৭:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আলোচিত চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ নোটিশ দেওয়া হয়।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, ডা. জাহাঙ্গীর কবির এফসিপিএস (চূড়ান্ত) ডিগ্রি সম্পন্ন না করেও নামের পার্শ্বে উক্ত ডিগ্রি ব্যবহার করছেন এবং এভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।

এতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ (৬১ নং আইন) অনুযায়ী কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি বা পদবী ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। আইনটির ১৩ ও ২৯ ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি, পদবী বা উপাধি ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।

এতে আরও বলা হয়, ‘আপনার ডিগ্রি ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে বিএমডিসি হতে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক এই পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারীকে লিখিতভাবে অবহিত করার জন্য জানানো হলো।’

বিএমডিসি জানায়, ডা. জাহাঙ্গীর কবির রাজধানীর আফতাবনগরের ব্লক–সি এলাকায় সিরাজ কনভেনশন সেন্টারের চেম্বার থেকে এফসিপিএস ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এ অভিযোগের বিষয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সচিব অধ্যাপক আবুল বাসার মো. জামাল কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। তার পাঠানো চিঠির ফটোকপিও কারণ দর্শানোর নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

ওআ/আপ্র/০৫/১১/২০২৫