ক্রীড়া ডেস্ক : সুরভি আকন্দ প্রীতির হ্যাটট্রিকে প্রত্যাশিত জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে গোলাম রব্বানী ছোটনের দল। শুরুর দিকে একটু তাড়াহুড়োয় খেলার স্বাভাবিক ছন্দ হলো ব্যহত। তবু গোল ঠিকই মিলল তিনটি। দ্বিতীয়ার্ধে গোছাল ফুটবলের সৌরভ ছড়িয়ে আরও চারবার লক্ষ্যভেদের আনন্দে ডানা মেললেন পুজা-উমেহ্লারা। সুরভি আকন্দ প্রীতি উপহার দিলেন হ্যাটট্রিক। ভুটানকে গোলের মালা পরিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ভুটানকে ৮-০ গোলে হারায় বাংলাদেশ। দলের জয়ে জোড়া গোল করেন উমেহ্লা মারমা। একটি করে গোল থুইনু মারমা, জয়নব বিবি রিতা, কানন রানী বাহাদুরের। গত আসরে রানার্সআপ হওয়ার পথে ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল।