নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। তবে লকডাউন চলাকালে যেসব ছাত্র-ছাত্রী বিদেশে পড়তে যেতে ইচ্ছুক, তাদের ভিসা সংক্রান্ত কাজে যাতায়াতে কোনও বাধা দেওয়া হবে না।
গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘অনেক ছাত্র-ছাত্রী যারা বিদেশে পড়তে যেতে ইচ্ছুক, তাদের ভিসা সংগ্রহের জন্য বিভিন্ন দূতাবাসে যোগাযোগ করতে হচ্ছে।’ মন্ত্রী বলেন, ‘তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিসা সংগ্রহের জন্য দূতাবাসে যোগাযোগ করার উদ্দেশ্যে রওনা হলে তাদেরকে আটকানো হবে না।’ এ বিষয়ে বুধবারএকটি সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
ভিসা সংগ্রহকারী শিক্ষার্থীরা লকডাউনের আওতামুক্ত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ