ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ভিসা জটিলতায় যেতে পারলেন না তাসকিন ও বিজয়

  • আপডেট সময় : ০২:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটারদের যাত্রায় ফের বিঘœ সৃষ্টি হলো ভিসা জটিলতায়। এশিয়া কাপে অংশ নিতে গতকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। কিন্তু ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি ওপেনার এনামুল হক ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এই দুজনকে ছাড়াই গতকাল মঙ্গলবার বিকাল ৫টার পরপরই সাকিব আল হাসানরা উড়াল দেন। বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন আর এনামুলের ভিসা আসতে দেরি হওয়ায় তাদের যাত্রা একদিন পেছানো হয়েছে। আজ বুধবার দুজনকে বিমানে তুলে দেওয়া হবে। গতকাল হুট করেই এশিয়া কাপের দলে ডাক পাওয়া নাঈম শেখ আরব আমিরাতেই আছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষে ফেরার পথে তিনি সেখানে থেকে যান।
টাইগারদের যাত্রায় ছিলেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাকে এই ফরম্যাট থেকে সরানো হয়েছে। নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরামের অধীনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ব্যাটিং কোচ জেমি সিডন্স, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট যাচ্ছেন এশিয়া কাপে। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভিসা জটিলতায় যেতে পারলেন না তাসকিন ও বিজয়

আপডেট সময় : ০২:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটারদের যাত্রায় ফের বিঘœ সৃষ্টি হলো ভিসা জটিলতায়। এশিয়া কাপে অংশ নিতে গতকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। কিন্তু ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি ওপেনার এনামুল হক ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এই দুজনকে ছাড়াই গতকাল মঙ্গলবার বিকাল ৫টার পরপরই সাকিব আল হাসানরা উড়াল দেন। বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন আর এনামুলের ভিসা আসতে দেরি হওয়ায় তাদের যাত্রা একদিন পেছানো হয়েছে। আজ বুধবার দুজনকে বিমানে তুলে দেওয়া হবে। গতকাল হুট করেই এশিয়া কাপের দলে ডাক পাওয়া নাঈম শেখ আরব আমিরাতেই আছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষে ফেরার পথে তিনি সেখানে থেকে যান।
টাইগারদের যাত্রায় ছিলেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাকে এই ফরম্যাট থেকে সরানো হয়েছে। নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরামের অধীনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ব্যাটিং কোচ জেমি সিডন্স, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট যাচ্ছেন এশিয়া কাপে। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।