ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভিয়েতনামে ইয়াগির আঘাতে নিহত ১৯৭

  • আপডেট সময় : ১১:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক: উত্তর ভিয়েতনামে টাইফুন ইয়াগির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ কর্মকর্তারা এক দাপ্তরিক প্রতিবেদনে বলা হয়েছে, এখনো ১২৮ জন নিখোঁজ রয়েছেন এবং আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে।
গত শনিবার ঘণ্টায় ১৪৯ কিলোমিটারের (৯২ মাইল) বেশি গতিবেগে আঘাত হানার পর টাইফুনটি অনেক সেতু ভেঙে দিয়েছে। ভবনের ছাদে ফাটল ধরেছে এবং বহু কল-কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির উত্তরাঞ্চল মারাত্মক বন্যার কবলে পড়েছে, বেশ কয়েকটি জনপদ আংশিকভাবে পানির নিচে রয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে সরে যেতে বাধ্য হয়েছে। অনেকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার সঙ্গে লড়াই করছে। হ্যানয়ের উপকণ্ঠে একটি এলাকায় ১৫ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তারা জানান, কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৫ লাখ হাঁস-মুরগির পাশাপাশি ২৫০০ শূকর, মহিষ ও গরু মারা গেছে।
আবহাওয়াবিদদের মতে, ইয়াগি ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভিয়েতনামে ইয়াগির আঘাতে নিহত ১৯৭

আপডেট সময় : ১১:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

বিদেশের খবর ডেস্ক: উত্তর ভিয়েতনামে টাইফুন ইয়াগির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ কর্মকর্তারা এক দাপ্তরিক প্রতিবেদনে বলা হয়েছে, এখনো ১২৮ জন নিখোঁজ রয়েছেন এবং আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে।
গত শনিবার ঘণ্টায় ১৪৯ কিলোমিটারের (৯২ মাইল) বেশি গতিবেগে আঘাত হানার পর টাইফুনটি অনেক সেতু ভেঙে দিয়েছে। ভবনের ছাদে ফাটল ধরেছে এবং বহু কল-কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির উত্তরাঞ্চল মারাত্মক বন্যার কবলে পড়েছে, বেশ কয়েকটি জনপদ আংশিকভাবে পানির নিচে রয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে সরে যেতে বাধ্য হয়েছে। অনেকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার সঙ্গে লড়াই করছে। হ্যানয়ের উপকণ্ঠে একটি এলাকায় ১৫ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তারা জানান, কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৫ লাখ হাঁস-মুরগির পাশাপাশি ২৫০০ শূকর, মহিষ ও গরু মারা গেছে।
আবহাওয়াবিদদের মতে, ইয়াগি ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন।