ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ভিডিও সম্পাদনা টুল ‘ক্লিপচ্যাম্প’ এখন মাইক্রোসফটের

  • আপডেট সময় : ০৯:২৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ১৫২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ভিডিও সম্পাদনা সেবাদাতা স্টার্টআপ ‘ক্লিপচ্যাম্প’কে কিনে নিয়েছে মাইক্রোসফট। তবে, মালিকানা হাতবদলের চুক্তির বিস্তারিত নিয়ে মুখ খোলেনি কোনো প্রতিষ্ঠানই। ক্লিপচ্যাম্পের সেবা বেশি পরিচিত ইন-ব্রাউজার ভিডিও তৈরি ও সম্পাদনা টুলের জন্য। বর্তমানে মাইক্রোসফট এজ ও গুগল ক্রোমে রয়েছে ক্লিপচ্যাম্পের সেবা। কেউ চাইলে সরাসরি ব্রাউজার থেকেই ভিডিও সম্পাদন করে তা ইউটিউব, ফেইসবুকে শেয়ার করার সুযোগ পান। কম রেজুলিউশনের ভিডিও তৈরির সুযোগ বিনামূল্যেই পাওয়া যায়। বাড়তি সুবিধা পেতে গুণতে হয় অর্থ। নতুন মালিকের হাতে যাওয়ার ফলে খুব শিগগিরই হয়তো মাইক্রোসফট ব্যবহারকারীরা সহজে ব্যবহারযোগ্য ভিডিও সম্পাদনা অভিজ্ঞতার স্বাদ নিতে পারবেন। সেরকম ইঙ্গিত মিলেছে মার্কিন সফটওয়্যার জায়ান্টের ঘোষণাতেও। মাইক্রোসফট বলেছে, ক্লিপচ্যাম্পের পন্থা “গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) অ্যাকসিলারেশনসহ পিসির পূর্ণ কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করে ভিডিও সম্পাদনার সক্ষমতাকে ওয়েব অ্যাপের সঙ্গে সমন্বিত করছে। এর আগে এ বিষয়টি শুধু গতানুগতিক ভিডিও সম্পাদনা সফটওয়্যারের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিলো।
এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, অপেশাদার এবং সৃজনশীল গ-ির বাইরের ব্যক্তিদেরকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে থাকে ক্লিপচ্যাম্প। যাদের হয়তো একদমই ভিডিও সম্পাদনা সফটওয়্যার সম্পর্কে ধারণা নেই বা এ ধরনের সফটওয়্যার ব্যবহার করতে চান না, তারাই স্টার্টআপটির মূল সেবাগ্রহীতা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলেক্সান্ডার ড্রেইলিং মাইক্রোসফটের কাছে ক্লিপচ্যাম্পের বিক্রির খবর জানিয়ে লিখেছেন, “আমাদের লক্ষ্য যে কোনো ব্যক্তিকে শেয়ারযোগ্য গল্প বলার সুযোগ করে দেওয়া এবং গোটা বিশ্বে লাখো মানুষকে ৃ. আমরা ভিডিও নির্মাণকে আরও সহজ, আরও প্রবেশযোগ্য এবং মজার করে তোলার যাত্রা অব্যাহত রাখব।” জুলাইয়ে ক্লিপচ্যাম্প জানিয়েছিল, তাদের ব্যবহারকারী সংথ্যা এক কোটি ৭০ লাখ যা প্রতি বছর ৫৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। ৯:১৬ অনুপাতে ভিডিও বানানো অনেক বেড়েছিলো প্ল্যাটফর্মটিতে। ওই অনুপাতটি টিকটক, ইনস্টাগ্রাম ও ফেইসবুক স্টোরির জন্য ব্যবহৃত হয়। ক্লিপচ্যাম্পকে কীভাবে মাইক্রোসফট নিজ গ্রাহকদের হাতে তুলে দেবে, সে প্রসঙ্গে এখনও ঘোষণা আসেনি। তবে, টুলটি মাইক্রোসফট ৩৬৫ এর সঙ্গে “সহজাতভাবে মানানসই” বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের এক মুখপাত্র উল্লেখ করেছেন, তাদের প্রতিষ্ঠান বিদ্যমান ক্লিপচ্যাম্প ব্যবহারকারীদেরকে মাইক্রোসফট গ্রাহকে পরিণত করার প্রক্রিয়া নিয়ে আসবে একটা সময়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি চুক্তিতে রাজি ইউক্রেন

ভিডিও সম্পাদনা টুল ‘ক্লিপচ্যাম্প’ এখন মাইক্রোসফটের

আপডেট সময় : ০৯:২৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ভিডিও সম্পাদনা সেবাদাতা স্টার্টআপ ‘ক্লিপচ্যাম্প’কে কিনে নিয়েছে মাইক্রোসফট। তবে, মালিকানা হাতবদলের চুক্তির বিস্তারিত নিয়ে মুখ খোলেনি কোনো প্রতিষ্ঠানই। ক্লিপচ্যাম্পের সেবা বেশি পরিচিত ইন-ব্রাউজার ভিডিও তৈরি ও সম্পাদনা টুলের জন্য। বর্তমানে মাইক্রোসফট এজ ও গুগল ক্রোমে রয়েছে ক্লিপচ্যাম্পের সেবা। কেউ চাইলে সরাসরি ব্রাউজার থেকেই ভিডিও সম্পাদন করে তা ইউটিউব, ফেইসবুকে শেয়ার করার সুযোগ পান। কম রেজুলিউশনের ভিডিও তৈরির সুযোগ বিনামূল্যেই পাওয়া যায়। বাড়তি সুবিধা পেতে গুণতে হয় অর্থ। নতুন মালিকের হাতে যাওয়ার ফলে খুব শিগগিরই হয়তো মাইক্রোসফট ব্যবহারকারীরা সহজে ব্যবহারযোগ্য ভিডিও সম্পাদনা অভিজ্ঞতার স্বাদ নিতে পারবেন। সেরকম ইঙ্গিত মিলেছে মার্কিন সফটওয়্যার জায়ান্টের ঘোষণাতেও। মাইক্রোসফট বলেছে, ক্লিপচ্যাম্পের পন্থা “গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) অ্যাকসিলারেশনসহ পিসির পূর্ণ কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করে ভিডিও সম্পাদনার সক্ষমতাকে ওয়েব অ্যাপের সঙ্গে সমন্বিত করছে। এর আগে এ বিষয়টি শুধু গতানুগতিক ভিডিও সম্পাদনা সফটওয়্যারের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিলো।
এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, অপেশাদার এবং সৃজনশীল গ-ির বাইরের ব্যক্তিদেরকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে থাকে ক্লিপচ্যাম্প। যাদের হয়তো একদমই ভিডিও সম্পাদনা সফটওয়্যার সম্পর্কে ধারণা নেই বা এ ধরনের সফটওয়্যার ব্যবহার করতে চান না, তারাই স্টার্টআপটির মূল সেবাগ্রহীতা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলেক্সান্ডার ড্রেইলিং মাইক্রোসফটের কাছে ক্লিপচ্যাম্পের বিক্রির খবর জানিয়ে লিখেছেন, “আমাদের লক্ষ্য যে কোনো ব্যক্তিকে শেয়ারযোগ্য গল্প বলার সুযোগ করে দেওয়া এবং গোটা বিশ্বে লাখো মানুষকে ৃ. আমরা ভিডিও নির্মাণকে আরও সহজ, আরও প্রবেশযোগ্য এবং মজার করে তোলার যাত্রা অব্যাহত রাখব।” জুলাইয়ে ক্লিপচ্যাম্প জানিয়েছিল, তাদের ব্যবহারকারী সংথ্যা এক কোটি ৭০ লাখ যা প্রতি বছর ৫৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। ৯:১৬ অনুপাতে ভিডিও বানানো অনেক বেড়েছিলো প্ল্যাটফর্মটিতে। ওই অনুপাতটি টিকটক, ইনস্টাগ্রাম ও ফেইসবুক স্টোরির জন্য ব্যবহৃত হয়। ক্লিপচ্যাম্পকে কীভাবে মাইক্রোসফট নিজ গ্রাহকদের হাতে তুলে দেবে, সে প্রসঙ্গে এখনও ঘোষণা আসেনি। তবে, টুলটি মাইক্রোসফট ৩৬৫ এর সঙ্গে “সহজাতভাবে মানানসই” বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের এক মুখপাত্র উল্লেখ করেছেন, তাদের প্রতিষ্ঠান বিদ্যমান ক্লিপচ্যাম্প ব্যবহারকারীদেরকে মাইক্রোসফট গ্রাহকে পরিণত করার প্রক্রিয়া নিয়ে আসবে একটা সময়।