ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ভিডিও’র গতি নিয়ন্ত্রণ সুবিধা চালু করছে টুইটার

  • আপডেট সময় : ০২:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক :ভিডিও প্লেব্যাকের গতি নিয়ন্ত্রণের পরীক্ষা চালাচ্ছে টুইটার। আপাতত অ্যান্ড্রয়েড আর ওয়েব সংস্করণে এর পরীক্ষা চালানো হবে। সংবাদ মাধ্যম ভার্জ জানায়, ইউটিউব আর পডকাস্টে অনেক আগে থেকে দেড়গুণ থেকে দ্বিগুণ গতিতে ভিডিও চালানোর মতো সুবিধা থাকলেও এতদিনে টুইটার এর প্রয়োজনীয়তা উপলব্ধি করলো।
সংবাদ মাধ্যমটি জানায়, পরীক্ষামূলক অবস্থায় কোনও ভিডিও দেখার সময় ছোট্ট একটি গিয়ারের মতো দেখা যাবে। এর ওপরে ক্লিক বা ট্যাপ করলে বিভিন্ন স্পিডের অপশন আসবে। টুইটারের ঘোষণা অনুযায়ী এই গতির সীমা স্বাভাবিকের এক চতুর্থাংশ থেকে শুরু করে দ্বিগুণ পর্যন্ত করা যাবে।
টুইটারের মুখপাত্র জোসেফ ন্যুনেজ বলেন, ব্যবহারকারী টুইট করা ভিডিওর গতি এখন চাইলে পরিবর্তন করে দেখতে পারবে। এছাড়া ভিডিও, ভয়েস টুইট, ডিএম -এর ভিডিও এবং লাইভ রিপ্লের ভিডিও অ্যামপ্লিফাই করা যাবে। তবে এটা প্ল্যাটফর্ম অনুযায়ী। তিনি আরও বলেন, ভবিষ্যতে পরীক্ষামূলক এই সুবিধাটি আইওএসেও দেওয়া হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভিডিও’র গতি নিয়ন্ত্রণ সুবিধা চালু করছে টুইটার

আপডেট সময় : ০২:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

প্রযুক্তি ডেস্ক :ভিডিও প্লেব্যাকের গতি নিয়ন্ত্রণের পরীক্ষা চালাচ্ছে টুইটার। আপাতত অ্যান্ড্রয়েড আর ওয়েব সংস্করণে এর পরীক্ষা চালানো হবে। সংবাদ মাধ্যম ভার্জ জানায়, ইউটিউব আর পডকাস্টে অনেক আগে থেকে দেড়গুণ থেকে দ্বিগুণ গতিতে ভিডিও চালানোর মতো সুবিধা থাকলেও এতদিনে টুইটার এর প্রয়োজনীয়তা উপলব্ধি করলো।
সংবাদ মাধ্যমটি জানায়, পরীক্ষামূলক অবস্থায় কোনও ভিডিও দেখার সময় ছোট্ট একটি গিয়ারের মতো দেখা যাবে। এর ওপরে ক্লিক বা ট্যাপ করলে বিভিন্ন স্পিডের অপশন আসবে। টুইটারের ঘোষণা অনুযায়ী এই গতির সীমা স্বাভাবিকের এক চতুর্থাংশ থেকে শুরু করে দ্বিগুণ পর্যন্ত করা যাবে।
টুইটারের মুখপাত্র জোসেফ ন্যুনেজ বলেন, ব্যবহারকারী টুইট করা ভিডিওর গতি এখন চাইলে পরিবর্তন করে দেখতে পারবে। এছাড়া ভিডিও, ভয়েস টুইট, ডিএম -এর ভিডিও এবং লাইভ রিপ্লের ভিডিও অ্যামপ্লিফাই করা যাবে। তবে এটা প্ল্যাটফর্ম অনুযায়ী। তিনি আরও বলেন, ভবিষ্যতে পরীক্ষামূলক এই সুবিধাটি আইওএসেও দেওয়া হবে।