ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ভিওআইপি ব্যবসা করে ২৮ কোটি টাকা পাচার

  • আপডেট সময় : ১২:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দুই ভিওআইপি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা অবৈধভাবে অর্জিত প্রায় ২৮ কোটি টাকা মধ্যপ্রাচ্যে পাচার করেছেন। এতে সরকারকে প্রায় তিন কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। তারা হলেন মো. সাইদুর রহমান (৩২) ও মো. হাসিবুল ইসলাম (২৯)।
গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাইদুর রহমানের সহযোগী হিসেবে কাজ করছিলেন হাসিবুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে র‌্যাব জানতে পারে আসামিরা মধ্যপ্রাচ্যের একটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিলেন। তারা স্বীকার করেছেন, অবৈধ পন্থায় অর্জিত প্রায় ২৮ কোটি টাকা মধ্যপ্রাচ্যে পাচার করেছেন। বিটিআরসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সরকারকে তিন কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। র‌্যাব জানায়, এসব ব্যক্তি অবৈধভাবে ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তারা বসতবাড়িতে ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিল। বর্তমানে অত্যাধুনিক প্রক্রিয়ায় বিদেশি সার্ভার ভাড়া করে মোবাইল ফোন অথবা ল্যাপটপ ব্যবহার করে গোপনে ওই এলাকায় ব্যবসা পরিচালনা করছিল তারা। লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভিওআইপি ব্যবসা করে ২৮ কোটি টাকা পাচার

আপডেট সময় : ১২:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দুই ভিওআইপি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা অবৈধভাবে অর্জিত প্রায় ২৮ কোটি টাকা মধ্যপ্রাচ্যে পাচার করেছেন। এতে সরকারকে প্রায় তিন কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। তারা হলেন মো. সাইদুর রহমান (৩২) ও মো. হাসিবুল ইসলাম (২৯)।
গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাইদুর রহমানের সহযোগী হিসেবে কাজ করছিলেন হাসিবুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে র‌্যাব জানতে পারে আসামিরা মধ্যপ্রাচ্যের একটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিলেন। তারা স্বীকার করেছেন, অবৈধ পন্থায় অর্জিত প্রায় ২৮ কোটি টাকা মধ্যপ্রাচ্যে পাচার করেছেন। বিটিআরসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সরকারকে তিন কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। র‌্যাব জানায়, এসব ব্যক্তি অবৈধভাবে ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তারা বসতবাড়িতে ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিল। বর্তমানে অত্যাধুনিক প্রক্রিয়ায় বিদেশি সার্ভার ভাড়া করে মোবাইল ফোন অথবা ল্যাপটপ ব্যবহার করে গোপনে ওই এলাকায় ব্যবসা পরিচালনা করছিল তারা। লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।