ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ভিএমএএসে সেরার পুরস্কার জিতে নতুন অ্যালবামের ঘোষণা টেইলর সুইফটের

  • আপডেট সময় : ১২:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : এমটিভি ভিডিও মিউজিক আ্যাওয়ার্ডসের জমকালো সন্ধ্যায় সেরার পুরস্কার জিতে নিয়ে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট। বিবিসি জানিয়েছে, সোমবার নিউ জার্সিতে ভিএমএএস (এমটিভি ভিডিও মিউজিক আ্যাওয়ার্ডস) আসরে দশ মিনিট দৈর্ঘের ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’ প্রজেক্টের জন্য বছরের ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন সুইফট। ওই গানটির জন্য বেস্ট লং ফর্ম ভিডিও এবং সেরা পরিচালকের পুরস্কারও গেছে সুইফটের ঝুলিতে। নজরকাড়া রূপালী পোশাকে মঞ্চে উঠে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ এর ঘোষণা দেন সুইফট। ১৩টি গানের এ অ্যালবাম মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর।
অনুষ্ঠানে অন্যান্য পুরস্কারজয়ীদের মধ্যে ছিলেন বিলি আইলিশ, লিজো এবং হ্যারি স্টাইলস। আলোচনায় থাকা অভিনেতা জনি ডেপও নভোচারীর পোশাক পরে ধারণ করা ভিডিওতে হাজির হন এমডিভি মিউজিক আ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। পুরস্কার নিতে মঞ্চে উঠে সুইফট বলেন, “আমরা যা করতে পেরেছি, তার প্রতিটি সেকেন্ডের জন্য আমি গর্বিত। ভক্তদের কথা না ভাবলে এই শর্ট ফিল্মটি তৈরি করতে পারতাম না।” সুইফটের ভাষায়, “আমার অ্যালবামগুলো পুনরায় রেকর্ড করতে পারতাম না।ৃ। আপনারা এ কাজটা করতে উৎসাহ যুগিয়েছেন। আপনাদের জন্য কিছু করতে যাচ্ছি, তবে সেটা স্বল্পদৈর্ঘ সিনেমা নয়।“ এরপর সুইফট নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ এর আগামনী বার্তা দেন। এছাড়া রোববার সোশ্যাল মিডিয়ায় এ অল্যাবামের আরও কিছু তথ্য দেন সুইফট। জীবনের নানা সময়ে ১৩টি নিদ্রাহীন রাতের গল্প নিয়ে গানগুলো লিখেছেন এই শিল্পী। এটি হবে তার দশম অ্যালবাম। যুক্তরাষ্ট্রের এই সংগীত শিল্পী ২০০৬ সালে ‘টেইলর সুইফট’ নামে প্রথম স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন। তার সর্বশেষ অ্যালবাম ‘এভারমোর’ বের হয় ২০২০ সালে। সম্প্রতি মিউজিক মোগল স্কুটার ব্রাউনের সঙ্গে বিরোধের পর সুইফট তার গানগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে চেষ্টা চালান। সেই প্রচেষ্টার অংশ হিসেবে তার প্রথম পাঁচটি অ্যালবাম ফের রেকর্ড করেন এই শিল্পী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভিএমএএসে সেরার পুরস্কার জিতে নতুন অ্যালবামের ঘোষণা টেইলর সুইফটের

আপডেট সময় : ১২:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

বিনোদন ডেস্ক : এমটিভি ভিডিও মিউজিক আ্যাওয়ার্ডসের জমকালো সন্ধ্যায় সেরার পুরস্কার জিতে নিয়ে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট। বিবিসি জানিয়েছে, সোমবার নিউ জার্সিতে ভিএমএএস (এমটিভি ভিডিও মিউজিক আ্যাওয়ার্ডস) আসরে দশ মিনিট দৈর্ঘের ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’ প্রজেক্টের জন্য বছরের ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন সুইফট। ওই গানটির জন্য বেস্ট লং ফর্ম ভিডিও এবং সেরা পরিচালকের পুরস্কারও গেছে সুইফটের ঝুলিতে। নজরকাড়া রূপালী পোশাকে মঞ্চে উঠে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ এর ঘোষণা দেন সুইফট। ১৩টি গানের এ অ্যালবাম মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর।
অনুষ্ঠানে অন্যান্য পুরস্কারজয়ীদের মধ্যে ছিলেন বিলি আইলিশ, লিজো এবং হ্যারি স্টাইলস। আলোচনায় থাকা অভিনেতা জনি ডেপও নভোচারীর পোশাক পরে ধারণ করা ভিডিওতে হাজির হন এমডিভি মিউজিক আ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। পুরস্কার নিতে মঞ্চে উঠে সুইফট বলেন, “আমরা যা করতে পেরেছি, তার প্রতিটি সেকেন্ডের জন্য আমি গর্বিত। ভক্তদের কথা না ভাবলে এই শর্ট ফিল্মটি তৈরি করতে পারতাম না।” সুইফটের ভাষায়, “আমার অ্যালবামগুলো পুনরায় রেকর্ড করতে পারতাম না।ৃ। আপনারা এ কাজটা করতে উৎসাহ যুগিয়েছেন। আপনাদের জন্য কিছু করতে যাচ্ছি, তবে সেটা স্বল্পদৈর্ঘ সিনেমা নয়।“ এরপর সুইফট নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ এর আগামনী বার্তা দেন। এছাড়া রোববার সোশ্যাল মিডিয়ায় এ অল্যাবামের আরও কিছু তথ্য দেন সুইফট। জীবনের নানা সময়ে ১৩টি নিদ্রাহীন রাতের গল্প নিয়ে গানগুলো লিখেছেন এই শিল্পী। এটি হবে তার দশম অ্যালবাম। যুক্তরাষ্ট্রের এই সংগীত শিল্পী ২০০৬ সালে ‘টেইলর সুইফট’ নামে প্রথম স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন। তার সর্বশেষ অ্যালবাম ‘এভারমোর’ বের হয় ২০২০ সালে। সম্প্রতি মিউজিক মোগল স্কুটার ব্রাউনের সঙ্গে বিরোধের পর সুইফট তার গানগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে চেষ্টা চালান। সেই প্রচেষ্টার অংশ হিসেবে তার প্রথম পাঁচটি অ্যালবাম ফের রেকর্ড করেন এই শিল্পী।