প্রযুক্তি ডেস্ক : ‘ম্যাথ’ নামে একটি নতুন অ্যাপ আনার ঘোষণা দিয়েছে শিক্ষা বিষয়ক মার্কিন প্রযুক্তি কোম্পানি ডুয়োলিংগো। শুক্রবার আয়োজিত নিজেদের চতুর্থ বার্ষিক ‘ডুয়োকন’ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে তারা। নতুন এই অ্যাপের নাম থেকেই বোঝা যায় যে মজাদার উপায়ে শিশুদের অংক দক্ষতা বাড়ানোর জন্য তৈরি হয়েছে এটি। ২০২১ সালের ‘ডুয়োকন’ সম্মেলনে নতুন এই অ্যাপ আনার ইঙ্গিত দিয়েছিলেন কোম্পানিটির সিইও লুইজ ভন আন। নতুন ভাষা শিখতে এরইমধ্যে যেসব ব্যবহারকারী ‘ডুয়োলিংগো’র মূল অ্যাপটি ব্যবহার করেছেন, তাদের কাছে নতুন এই ‘ম্যাথ’ অ্যাপের অভিজ্ঞতা কিছুটা পরিচিত হিসেবেই বিবেচিত হবে বলে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ম্যাক। প্ল্যাটফর্মটিতে এমন কিছু ‘পাঠ’ ও ‘অনুশীলন’ রয়েছে যেগুলোকে শিক্ষার্থীদের চ্যালেঞ্জ করা ‘মিনি গেইমস’-এর মতো দেখায়। নির্দিষ্ট কোনো ভাষার বাইরে এটিই ডুয়োলিংগো’র প্রথম অ্যাপ। কোম্পানিটি অবশ্য দাবি করছে যে, “অংককেও বৈশ্বিক ভাষা হিসেবে বিবেচনা করা যেতে পারে।”
কয়েকটি ইউনিটে ভাগ হয়েছে নতুন অ্যাপের বিভিন্ন পাঠ। ফলে, ব্যবহারকারী সহজেই বাছাই করতে পারেন যে তারা কোনটি শিখবে এবং অনুশীলন করবে। ভন আন বলছেন, নতুন এই অ্যাপের মূল ধারণাটি হচ্ছে মজাদার উপায়ে প্রাথমিক গণিতের বিভিন্ন পদ্ধতি শেখানো। তবে, ভবিষ্যতে এই অ্যাপে বিভিন্ন জটিল অনুশীলন আনার বিষয়টি একদম উড়িয়ে দেননি তিনি।
অন্যান্য ডুয়োলিংগো অ্যাপেও আসবে নতুন ফিচার : কেবল ‘ডুয়োলিংগো ম্যাথ’ নয়, বরং শুক্রবার আয়োজিত ডুয়োকন সম্মেলনে অন্যান্য অ্যাপেও নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে ডুয়োলিংগো। নতুন ফিচারের মাধ্যমে এখন ‘জুলু’ ভাষাও শিখতে পারবেন ব্যবহারকারীরা, যা আফ্রিকার দক্ষিণাঞ্চলে প্রচলিত।
ভাষা শেখানোর অ্যাপ ডুয়োলিংগো শিশুদের শেখাবে গণিত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ