ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ভালোবাসা দিবসে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’

  • আপডেট সময় : ০৪:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসে নির্মাতা জাহিদ প্রীতম দর্শকদের উপহার দিচ্ছেন ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিনেমাটি, সেখানে জুটি বেঁধেছেন অভিনেত্রী তানজিন তিশা ও প্রীতম হাসান। সিনেমার গল্প নিয়ে পরিচালক প্রীতম গ্লিটজকে বলেন, “আমার প্রতিটা গল্প যেমন নতুনত্বে মোড়ানো থাকে, এই গল্পটাও অন্যরকম এক আবহের গল্প। মায়া, প্রেম, রহস্য, মিরাকল, বেদনা, অপেক্ষা, আশা এমনসব অনুভূতির মিশ্রণ রয়েছে গল্পটিতে।” গেল মাসে সিনেমার শুটিং শেষ হয়। দৃশ্যধারণের অভিজ্ঞতা জানিয়ে এই পরিচালক বলেন, “দেশের অবস্থা তো কিছুটা অস্থির। শ্যুটিং করা কঠিন ছিল।

হাজারটা অনুমতি প্রার্থনা, কৈফিয়ত, দর্শকের চাপ সামলে মনের মত লোকেশনে দৃশ্যধারণ করে আসাটা কিছুটা চ্যালেঞ্জ ছিল। তবে আমার পুরো টিমের পরিশ্রম ও দারুণ চেষ্টায় কাজটি সহজ হয়েছে।” ‘ঘুমপরী’ সিনেমায় প্রীতম ও তিশা ছাড়া আরও অভিনয় করেছেন পারশা মাহজাবীন পূর্ণী, দীপা খন্দকার, মিলি বাশার, পারভেজ সুমনসহ কয়েকজন। তিশাকে নিয়ে প্রীতমের ভাষ্য, এমন চরিত্রে অভিনেত্রীকে দর্শক অনেকদিন দেখেনি। “তার চরিত্রটা দর্শকের মনে দাগ কাটবে। এছাড়াও পূর্ণীও তার প্রথম সিনেমা হিসেবে অনবদ্য অভিনয় করেছেন।“ প্রীতমকে পরিচালক বর্ণনা করেছেন ‘অদ্ভুত প্রতিভাময় ব্যক্তিত্ব’ হিসেবে।

“গল্পের চরিত্রটা তাকে ভেবেই লেখা। তিনি দুর্দান্তভাবে মিশে গেছেন চরিত্রের সাথে। শুটিংয়ে সব অভিনয়শিল্পীদের দারুণ সহযোগিতায় আমি পুরোটা সময় বেশ উপভোগ করেছি।” কিছুদিন আগে সিনেমার পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে একটি বেঞ্চের উপর বসে থাকতে দেখা যায় তিশা ও পূর্ণীকে। তিশার পরনে হাসপাতালের রোগীর পোশাক আর পূর্ণী পরেছেন ডাক্তারের পোশাক, তাদের পেছনে দাঁড়িয়ে আছেন প্রীত। ওই পোস্টার বলে দিয়েছে, হাসপাতালের কোনো ঘটনা ধরে এগিয়েছে চিত্রনাট্য। পোস্টার প্রকাশের পর সাড়া পাচ্ছেন জানিয়ে প্রীতম বলেন, “ভালোবাসা দিবসে ‘ঘুমপরী’ আসবে শুনেই দর্শকের যে উচ্ছ্বাস আমি পেয়েছি এটা আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। আশা করছি গল্পটি দর্শকদের ভালো লাগবে।” ‘লিলুয়া’, ‘নীল অপরাজিতা’, ‘বুক পকেটের গল্প’ এবং ‘তিলোত্তমা’ নাটক বানিয়ে প্রশংসা পেয়েছেন প্রীতম। এটি হতে যাচ্ছে ওটিটিতে পরিচালকের দ্বিতীয় কাজ। এর আগে বিঞ্জে মুক্তি পেয়েছিল তার ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভালোবাসা দিবসে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’

আপডেট সময় : ০৪:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসে নির্মাতা জাহিদ প্রীতম দর্শকদের উপহার দিচ্ছেন ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিনেমাটি, সেখানে জুটি বেঁধেছেন অভিনেত্রী তানজিন তিশা ও প্রীতম হাসান। সিনেমার গল্প নিয়ে পরিচালক প্রীতম গ্লিটজকে বলেন, “আমার প্রতিটা গল্প যেমন নতুনত্বে মোড়ানো থাকে, এই গল্পটাও অন্যরকম এক আবহের গল্প। মায়া, প্রেম, রহস্য, মিরাকল, বেদনা, অপেক্ষা, আশা এমনসব অনুভূতির মিশ্রণ রয়েছে গল্পটিতে।” গেল মাসে সিনেমার শুটিং শেষ হয়। দৃশ্যধারণের অভিজ্ঞতা জানিয়ে এই পরিচালক বলেন, “দেশের অবস্থা তো কিছুটা অস্থির। শ্যুটিং করা কঠিন ছিল।

হাজারটা অনুমতি প্রার্থনা, কৈফিয়ত, দর্শকের চাপ সামলে মনের মত লোকেশনে দৃশ্যধারণ করে আসাটা কিছুটা চ্যালেঞ্জ ছিল। তবে আমার পুরো টিমের পরিশ্রম ও দারুণ চেষ্টায় কাজটি সহজ হয়েছে।” ‘ঘুমপরী’ সিনেমায় প্রীতম ও তিশা ছাড়া আরও অভিনয় করেছেন পারশা মাহজাবীন পূর্ণী, দীপা খন্দকার, মিলি বাশার, পারভেজ সুমনসহ কয়েকজন। তিশাকে নিয়ে প্রীতমের ভাষ্য, এমন চরিত্রে অভিনেত্রীকে দর্শক অনেকদিন দেখেনি। “তার চরিত্রটা দর্শকের মনে দাগ কাটবে। এছাড়াও পূর্ণীও তার প্রথম সিনেমা হিসেবে অনবদ্য অভিনয় করেছেন।“ প্রীতমকে পরিচালক বর্ণনা করেছেন ‘অদ্ভুত প্রতিভাময় ব্যক্তিত্ব’ হিসেবে।

“গল্পের চরিত্রটা তাকে ভেবেই লেখা। তিনি দুর্দান্তভাবে মিশে গেছেন চরিত্রের সাথে। শুটিংয়ে সব অভিনয়শিল্পীদের দারুণ সহযোগিতায় আমি পুরোটা সময় বেশ উপভোগ করেছি।” কিছুদিন আগে সিনেমার পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে একটি বেঞ্চের উপর বসে থাকতে দেখা যায় তিশা ও পূর্ণীকে। তিশার পরনে হাসপাতালের রোগীর পোশাক আর পূর্ণী পরেছেন ডাক্তারের পোশাক, তাদের পেছনে দাঁড়িয়ে আছেন প্রীত। ওই পোস্টার বলে দিয়েছে, হাসপাতালের কোনো ঘটনা ধরে এগিয়েছে চিত্রনাট্য। পোস্টার প্রকাশের পর সাড়া পাচ্ছেন জানিয়ে প্রীতম বলেন, “ভালোবাসা দিবসে ‘ঘুমপরী’ আসবে শুনেই দর্শকের যে উচ্ছ্বাস আমি পেয়েছি এটা আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। আশা করছি গল্পটি দর্শকদের ভালো লাগবে।” ‘লিলুয়া’, ‘নীল অপরাজিতা’, ‘বুক পকেটের গল্প’ এবং ‘তিলোত্তমা’ নাটক বানিয়ে প্রশংসা পেয়েছেন প্রীতম। এটি হতে যাচ্ছে ওটিটিতে পরিচালকের দ্বিতীয় কাজ। এর আগে বিঞ্জে মুক্তি পেয়েছিল তার ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’।