আনিস ফারদীন : বিদ্রোহ চলছে ভালোবাসার
যে বিদ্রোহ ছড়িয়ে যাবে পৃথিবীর আনাচে-কানাচে
ভালোবাসার বিদ্রোহরা কখনো ঘুমোয় না।
বিদ্রোহে ক্লান্তি কিংবা অবসর নেই ভালোবাসার
ভালোবাসারা তীব্র গতিতে ছুটে চলে হৃদয় থেকে হৃদয়ে—
আকাশে-বাতাসে মিছিল চলে ভালোবাসার,
ভালোবাসারা অমর, অক্ষয় আর সার্বজনীন
শত সহস্র বছর ধরে চলছে এই বিদ্রোহ।
এই বিদ্রোহ কখনো হারে না
শুরু আর শেষ বলে কোনো কথা নেই ভালোবাসার—
ভালোবাসারা একবার বিদ্রোহ করলে এই বিদ্রোহ এগিয়ে চলে যুগ যুগ।
দেশে দেশে যুদ্ধের পরিসমাপ্তি হয়, স্নায়ুযুদ্ধ কমতে থাকে
শত্রুতা কমে ব্যক্তিতে ব্যক্তিতে,
শুধু ভালোবাসার বিদ্রোহগুলো থেকে যায় অপ্রতিরোধ্য হয়ে।
ভালোবাসার বিদ্রোহ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ