প্রত্যাশা ডেস্ক : মহাকাশ ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের কাছে আবারও টিকেট বিক্রি শুরু করেছে ভার্জিন গ্যালাকটিক। প্রতিটি টিকেট এখন বিক্রি হচ্ছে সাড়ে চার লাখ ডলারে। প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন মহাকাশ থেকে ঘুরে আসার পর এক মাস পার হওয়ার আগেই আবারও মহাকাশ পর্যটনের টিকেট বিক্রি করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট এসগ্যাজেট জানিয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় আবার টিকেট বিক্রি শুরু করার ঘোষণা দেয় ভার্জিন গ্যালাকটিক। ‘২০২২ সালে মহাকাশে বাণিজ্যিক পর্যটন সেবা শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানটি। মহাকাশ ভ্রমণে ইচ্ছুকদের টিকেটের ক্ষেত্রে তিনটি প্যাকেজ থেকে বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে ভার্জিন গ্যালাকটিক। একক টিকেট নিলে তার দাম সাড়ে চার লাখ ডলার। বন্ধুদের নিয়ে মহাকাশে যেতে চাইলে একসঙ্গে একাধিক টিকেটের প্যাকেজ আছে। এ ছাড়াও পুরো ফ্লাইট বুকিং দেওয়ার সুযোগও রেখেছে প্রতিষ্ঠানটি।
ভার্জিন গ্যালাকটিকের বর্তমান মহাকাশযান ‘ভিএসএস ইউনিটি’-তে দুই পাইলট বাদে আসন সংখ্যা চার। তাই পুরো ফ্লাইট বুকিং অসম্ভব কিছু নয় বলে মন্তব্য করেছে এনগ্যাজেট। তবে টিকেট বুকিংয়ের ক্ষেত্রে আগেই সাড়া দেওয়া ব্যক্তিরা প্রাধান্য পাবেন বলে জানিয়েছে সাইটটি। বলা হচ্ছে, ভার্জিন গ্যালাকটিকের পরবর্তী ফ্লাইটের আরোহী হবেন ইতালির বিমান বাহিনীর সদস্যরা। ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত সংস্কার কাজ চলবে প্রতিষ্ঠানটির ক্যারিয়ার এয়ারক্র্যাফট ভিএমএস ইভ-এ। ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে বাণিজ্যিক ফ্লাইট শুরু করার আশা করছে ভার্জিন গ্যালাকটিক।
ভার্জিন গ্যালাকটিকে মহাকাশ ভ্রমণ ফি সাড়ে চার লাখ ডলার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ