ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

ভারত সফর শেষ মারক্রামের

  • আপডেট সময় : ০২:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচেও এইডেন মারক্রামকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। এবার ছিটকে গেলেন সিরিজের বাকি অংশ থেকেও। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে বুধবার বিষয়টি নিশ্চিত করে। গত ৯ জুন সিরিজের প্রথম ম্যাচের আগে কোভিড-১৯ পজিটিভ হন মারক্রাম। এরপর এক সপ্তাহ ছিলেন কোয়ারেন্টিনে। পাঁচ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে ২-১ ব্যবধানে। কব্জির চোটের কারণে প্রথম ম্যাচের পর থেকে বাইরে আছেন কুইন্টন ডি কক। সিরিজের বাকি অংশে তার ফেরা নিশ্চিত নয়। সিএসএ জানিয়েছে, এই কিপার-ব্যাটসম্যানকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিরিজের চতুর্থ ম্যাচটি হবে শুক্রবার, রাজকোটে। শেষ ম্যাচ আগামী রোববার হবে বেঙ্গালুরুতে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভারত সফর শেষ মারক্রামের

আপডেট সময় : ০২:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচেও এইডেন মারক্রামকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। এবার ছিটকে গেলেন সিরিজের বাকি অংশ থেকেও। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে বুধবার বিষয়টি নিশ্চিত করে। গত ৯ জুন সিরিজের প্রথম ম্যাচের আগে কোভিড-১৯ পজিটিভ হন মারক্রাম। এরপর এক সপ্তাহ ছিলেন কোয়ারেন্টিনে। পাঁচ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে ২-১ ব্যবধানে। কব্জির চোটের কারণে প্রথম ম্যাচের পর থেকে বাইরে আছেন কুইন্টন ডি কক। সিরিজের বাকি অংশে তার ফেরা নিশ্চিত নয়। সিএসএ জানিয়েছে, এই কিপার-ব্যাটসম্যানকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিরিজের চতুর্থ ম্যাচটি হবে শুক্রবার, রাজকোটে। শেষ ম্যাচ আগামী রোববার হবে বেঙ্গালুরুতে।