ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ভারত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে : ইমরান

  • আপডেট সময় : ১০:৪৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • ১৪৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড পরপর পাকিস্তান সফর বাতিল করায় হতাশা প্রকাশ করেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী ভারতকেও খোঁচা দিলেন। ইমরান বলেছেন, এখন টাকাই বড় খেলোয়াড় এবং ভারতের মতো ধনী বোর্ড বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে। মিডল ইস্ট আই’র সঙ্গে এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ভারতের সঙ্গে একই রকম করার সাহস দেখাত না ইংল্যান্ড। কারণ ব্যাখ্যা করলেন তিনি, ‘কারণ তারা জানে যে সেখানে টাকা পয়সার ব্যাপার আছে। ভারত অনেক বেশি টাকা উৎপাদন করতে পারে। এখন খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডের জন্য টাকা সবচেয়ে বড় খেলোয়াড়। ভারতীয় ক্রিকেট বোর্ড ধনী, তাই তারা বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে।’ বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ইংল্যান্ডের সফর বাতিলের সিদ্ধান্ত হতাশার এবং গত জুলাইয়ে পাকিস্তানের ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারটি মনে করিয়ে দেন, ‘তাদের নিজেদের প্রশ্ন করা উচিত যে যদি কোনো দেশ তাদের সঙ্গে এটা করত তাহলে কেমন লাগত।’ নিরাপত্তা হুমকির কথা বলে গত ১৭ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ শুরুর দিন সফর বাতিল করায় নিউ জিল্যান্ডের সমালোচনা করেছেন ইমরান। হুমকিকে ভুয়া খবর বলেছেন তিনি, ‘বিদেশি দলগুলোর নিরাপত্তা নিয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তা আমাদের। কল্পনা করুন তো পাকিস্তানে যদি কিছু ঘটত। আমরা দায়িত্বশীল এবং বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা আমাদের আছে।’ এর আগে পাকিস্তানে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেট উসমান খাজা বলেন, টাকা কথা বলে এবং কোনো দলই ভারত সফরে যেতে না করবে না। পাকিস্তান বা বাংলাদেশ হলে খেলোয়াড় বা সংস্থার না বলা সহজ হয়। অভিযোগ আছে, নিউ জিল্যান্ড ক্রিকেট দলকে হুমকি দেওয়া হয়েছে ভারত থেকেই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভারত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে : ইমরান

আপডেট সময় : ১০:৪৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

ক্রীড়া ডেস্ক : নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড পরপর পাকিস্তান সফর বাতিল করায় হতাশা প্রকাশ করেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী ভারতকেও খোঁচা দিলেন। ইমরান বলেছেন, এখন টাকাই বড় খেলোয়াড় এবং ভারতের মতো ধনী বোর্ড বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে। মিডল ইস্ট আই’র সঙ্গে এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ভারতের সঙ্গে একই রকম করার সাহস দেখাত না ইংল্যান্ড। কারণ ব্যাখ্যা করলেন তিনি, ‘কারণ তারা জানে যে সেখানে টাকা পয়সার ব্যাপার আছে। ভারত অনেক বেশি টাকা উৎপাদন করতে পারে। এখন খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডের জন্য টাকা সবচেয়ে বড় খেলোয়াড়। ভারতীয় ক্রিকেট বোর্ড ধনী, তাই তারা বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে।’ বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ইংল্যান্ডের সফর বাতিলের সিদ্ধান্ত হতাশার এবং গত জুলাইয়ে পাকিস্তানের ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারটি মনে করিয়ে দেন, ‘তাদের নিজেদের প্রশ্ন করা উচিত যে যদি কোনো দেশ তাদের সঙ্গে এটা করত তাহলে কেমন লাগত।’ নিরাপত্তা হুমকির কথা বলে গত ১৭ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ শুরুর দিন সফর বাতিল করায় নিউ জিল্যান্ডের সমালোচনা করেছেন ইমরান। হুমকিকে ভুয়া খবর বলেছেন তিনি, ‘বিদেশি দলগুলোর নিরাপত্তা নিয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তা আমাদের। কল্পনা করুন তো পাকিস্তানে যদি কিছু ঘটত। আমরা দায়িত্বশীল এবং বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা আমাদের আছে।’ এর আগে পাকিস্তানে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেট উসমান খাজা বলেন, টাকা কথা বলে এবং কোনো দলই ভারত সফরে যেতে না করবে না। পাকিস্তান বা বাংলাদেশ হলে খেলোয়াড় বা সংস্থার না বলা সহজ হয়। অভিযোগ আছে, নিউ জিল্যান্ড ক্রিকেট দলকে হুমকি দেওয়া হয়েছে ভারত থেকেই।