বিদেশের খবর ডেস্ক : জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে গত বৃহস্পতিবার ভারত পাকিস্তানিদের ভিসা সুবিধা বাতিল করে। এরপরের দিন পাকিস্তানও ভারতীয়দের বিরুদ্ধে একই ব্যবস্থা নেয়। উভয় দেশই একে-অপরের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। ভারত নির্ধারিত সময়ের মধ্যে পাক নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এমন পরিস্থিতিতে ভারতে থাকা পাকিস্তানিরা নিজ দেশে ফিরে যায়। তবে তাদের কেউ কেউ ভারতে রেখে এসেছেন নিজের শিশু সন্তান ও স্বামীকে। সীমান্তে ছেলে ও স্বামীকে বিদায় দেওয়ার সময় বেশিরভাগ মানুষ কেঁদে দেন। তাদের এমন আবেগঘন মূহুর্তের ছবি তুলেছে বার্তাসংস্থা এএফপির আলোকচিত্রী।