ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

ভারত থেকে ১২১৬ মেট্রিক টন অক্সিজেন আমদানি

  • আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ১৫৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ষষ্ঠ চালানে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনে এসেছে আরও ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন। এ নিয়ে ছয়টি চালানে এলো এক হাজার ২১৬ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান।
সাইদুজ্জামান জানান, জুলাই মাসের তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ মেট্রিক টন এবং চলতি মাসে তিন চালানে ৬১৬ মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে এসেছে। এতে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আদায় হয়েছে পৌনে ১৪ লাখ টাকা। ভারতের টাটানগর থেকে লোড করে অক্সিজেনবাহী ট্রেনগুলো বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোলে পৌঁছানোর পর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যায়।
জানা গেছে, এই অক্সিজেনের আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রফতানিকারক প্রতিষ্ঠান লিন্ডে ইন্ডিয়া। স্থলবন্দরে এর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়ে থাকে। তারপর গন্তব্যে রওনা দেয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের বিভিন্ন রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভারত থেকে ১২১৬ মেট্রিক টন অক্সিজেন আমদানি

আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

প্রত্যাশা ডেস্ক : বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ষষ্ঠ চালানে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনে এসেছে আরও ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন। এ নিয়ে ছয়টি চালানে এলো এক হাজার ২১৬ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান।
সাইদুজ্জামান জানান, জুলাই মাসের তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ মেট্রিক টন এবং চলতি মাসে তিন চালানে ৬১৬ মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে এসেছে। এতে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আদায় হয়েছে পৌনে ১৪ লাখ টাকা। ভারতের টাটানগর থেকে লোড করে অক্সিজেনবাহী ট্রেনগুলো বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোলে পৌঁছানোর পর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যায়।
জানা গেছে, এই অক্সিজেনের আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রফতানিকারক প্রতিষ্ঠান লিন্ডে ইন্ডিয়া। স্থলবন্দরে এর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়ে থাকে। তারপর গন্তব্যে রওনা দেয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের বিভিন্ন রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে।