বেনাপোল প্রতিনিধি যশোরের বেনাপোল সীমান্তে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে; যেগুলো ভারত থেকে আনা হয়েছে জানিয়েছে বিজিবি। গতকাল শনিবার সকালে বেনাপোলের সাদিপুর সীমান্তের ব্রিজের পাশ থেকে অস্ত্রের এ চালান জব্দ করা হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবির এ কর্মকর্তা বলেন, ভারত থেকে অস্ত্র পাচারের গোপন খবরে বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মাহবুবুর রহমানের নের্তৃত্বে একটি টহলদল অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারি কৌশলে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। “পরে ওই প্যাকেট থেকে দুটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি পাওয়া যায়।”
ভারত থেকে আসা অস্ত্রের চালান বেনাপোলে উদ্ধার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ