ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

ভারত-ইংল্যান্ড ব্যাটাররা ১৪১ বছরের ইতিহাসে টেস্টের যে রেকর্ড গড়লেন

  • আপডেট সময় : ১২:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজে ভারত বনাম ইংল্যান্ড নতুন এক রেকর্ড গড়েছেন ব্যাটাররা। যেখানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বার একটা সিরিজে ৯ জন ব্যাটার ৪০০ বা তার বেশি রান করলেন।

তালিকায় ভারতের পাঁচ জন এবং ইংল্যান্ডের চার জন ক্রিকেটার রয়েছেন। ভারতীয়দের মধ্যে শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্থ এবং যশস্বী জয়সওয়াল রয়েছেন। ইংলিশ ব্যাটারদের মধ্যে বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক রয়েছেন।

১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। ১৮৮৪ সালে প্রথম বার টেস্ট সিরিজ হয়েছিল। সেই হিসাবে ১৪১ বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি যেখানে আট জনের বেশি ব্যাটার ৪০০ এর বেশি রান করেছেন। ১৯৭৫-৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার সিরিজে আট জনের রান ছিল ৪০০ এর উপর। ১৯৯৩ অ্যাশেজেও আট জন ৪০০ এর উপর রান করেছিলেন।

এই সিরিজে রানের তালিকায় সবার আগে শুভমান। ৫ টেস্টে ৭৫৪ রান করেছেন। চারটি শতরান রয়েছে তার। দ্বিতীয় রাহুলের ৫৩২ রান রয়েছে। দুটো করে শতরান এবং অর্ধশতরান করেছেন। তিনে থাকা জাদেজা ৫১৬ রান করেছেন। চারে থাকা রুট এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮৩ রান করেছেন। পাঁচে ঋষভ পন্থ। তিনি ৪৭৯ করেছেন। এরপরে রয়েছেন যথাক্রমে ডাকেট ৪৬২, ব্রুক ৪৫১, স্মিথ ৪৩২ এবং যশস্বী ৪১১।

সূত্র : আনন্দবাজার

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত-ইংল্যান্ড ব্যাটাররা ১৪১ বছরের ইতিহাসে টেস্টের যে রেকর্ড গড়লেন

আপডেট সময় : ১২:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজে ভারত বনাম ইংল্যান্ড নতুন এক রেকর্ড গড়েছেন ব্যাটাররা। যেখানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বার একটা সিরিজে ৯ জন ব্যাটার ৪০০ বা তার বেশি রান করলেন।

তালিকায় ভারতের পাঁচ জন এবং ইংল্যান্ডের চার জন ক্রিকেটার রয়েছেন। ভারতীয়দের মধ্যে শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্থ এবং যশস্বী জয়সওয়াল রয়েছেন। ইংলিশ ব্যাটারদের মধ্যে বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক রয়েছেন।

১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। ১৮৮৪ সালে প্রথম বার টেস্ট সিরিজ হয়েছিল। সেই হিসাবে ১৪১ বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি যেখানে আট জনের বেশি ব্যাটার ৪০০ এর বেশি রান করেছেন। ১৯৭৫-৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার সিরিজে আট জনের রান ছিল ৪০০ এর উপর। ১৯৯৩ অ্যাশেজেও আট জন ৪০০ এর উপর রান করেছিলেন।

এই সিরিজে রানের তালিকায় সবার আগে শুভমান। ৫ টেস্টে ৭৫৪ রান করেছেন। চারটি শতরান রয়েছে তার। দ্বিতীয় রাহুলের ৫৩২ রান রয়েছে। দুটো করে শতরান এবং অর্ধশতরান করেছেন। তিনে থাকা জাদেজা ৫১৬ রান করেছেন। চারে থাকা রুট এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮৩ রান করেছেন। পাঁচে ঋষভ পন্থ। তিনি ৪৭৯ করেছেন। এরপরে রয়েছেন যথাক্রমে ডাকেট ৪৬২, ব্রুক ৪৫১, স্মিথ ৪৩২ এবং যশস্বী ৪১১।

সূত্র : আনন্দবাজার

এসি/