ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

ভারতে ৪০ দিন পর দৈনিক শনাক্ত ২ লাখের নিচে

  • আপডেট সময় : ১১:৫৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • ১২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রায় ৪০ দিন পর দৈনিক করোনা শনাক্তের সংখ্যা দুই লাখের নিচে নামলো। ২০২১ সালের ১৪ এপ্রিল দেশটিতে এক লাখ ৮৪ হাজার জনের করোনা শনাক্ত হয়েছিল। এর এক দিনের মাথায় ১৫ এপ্রিল প্রথমবারের মতো এ সংখ্যা দুই লাখে পৌঁছায়।
এর পর বাড়তে বাড়তে চার লাখ ছাড়িয়েছিল দৈনিক শনাক্তের সংখ্যা। কমতে কমতে মঙ্গলবার তা ফের দুই লাখের নিচে নামলো।
গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও এক লাখ ৯৬ হাজার ৪২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো দুই কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও কমেছে। এ সময়ে করোনায় তিন হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো তিন লাখ সাত হাজার ২৩১ জনের।
অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসাতেই দৈনিক শনাক্তের সংখ্যা কমেছে। শুধু তামিলনাড়ুতেই দৈনিক শনাক্ত ৩০ হাজারের বেশি। মহারাষ্ট্র (২২ হাজার ১২২), কর্নাটক (২৫ হাজার ৩১১) এবং কেরালায় (১৭ হাজার ৮২১) আগের থেকে অনেক কমেছে দৈনিক শনাক্তের সংখ্যা। অন্ধ্রপ্রদেশে তা ১৩ হাজারে কাছাকাছি। পশ্চিমবঙ্গেও কিছুটা কমে ১৭ হাজারের ঘরে।
উড়িষ্যাতে গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। আসামে এখনও শনাক্তের সংখ্যা ছয় হাজারের উপরে। বাকি সব রাজ্যে এ সংখ্যা পাঁচ হাজারের নিচে নেমেছে। উত্তরপ্রদেশে, দিল্লি, ঝাড়খ-, বিহার, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলোতে শনাক্তের সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ৪০ দিন পর দৈনিক শনাক্ত ২ লাখের নিচে

আপডেট সময় : ১১:৫৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রায় ৪০ দিন পর দৈনিক করোনা শনাক্তের সংখ্যা দুই লাখের নিচে নামলো। ২০২১ সালের ১৪ এপ্রিল দেশটিতে এক লাখ ৮৪ হাজার জনের করোনা শনাক্ত হয়েছিল। এর এক দিনের মাথায় ১৫ এপ্রিল প্রথমবারের মতো এ সংখ্যা দুই লাখে পৌঁছায়।
এর পর বাড়তে বাড়তে চার লাখ ছাড়িয়েছিল দৈনিক শনাক্তের সংখ্যা। কমতে কমতে মঙ্গলবার তা ফের দুই লাখের নিচে নামলো।
গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও এক লাখ ৯৬ হাজার ৪২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো দুই কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও কমেছে। এ সময়ে করোনায় তিন হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো তিন লাখ সাত হাজার ২৩১ জনের।
অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসাতেই দৈনিক শনাক্তের সংখ্যা কমেছে। শুধু তামিলনাড়ুতেই দৈনিক শনাক্ত ৩০ হাজারের বেশি। মহারাষ্ট্র (২২ হাজার ১২২), কর্নাটক (২৫ হাজার ৩১১) এবং কেরালায় (১৭ হাজার ৮২১) আগের থেকে অনেক কমেছে দৈনিক শনাক্তের সংখ্যা। অন্ধ্রপ্রদেশে তা ১৩ হাজারে কাছাকাছি। পশ্চিমবঙ্গেও কিছুটা কমে ১৭ হাজারের ঘরে।
উড়িষ্যাতে গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। আসামে এখনও শনাক্তের সংখ্যা ছয় হাজারের উপরে। বাকি সব রাজ্যে এ সংখ্যা পাঁচ হাজারের নিচে নেমেছে। উত্তরপ্রদেশে, দিল্লি, ঝাড়খ-, বিহার, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলোতে শনাক্তের সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে।