ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

ভারতে হাসপাতালে আগুন, করোনা রোগীর মৃত্যু

  • আপডেট সময় : ১২:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকা- ঘটেছে। আগুনে একজন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। খবর জিনিউজ।
ভোর সাড়ে চারটার দিকে হাসপাতালের করোনা ডেডিকেটেড রাধারাণী ওয়ার্ডে আগুন লাগে। একজন রোগীর স্বজন প্রথম আগুন দেখতে পান। তারপর তিনি অন্যদের ঘুম থেকে ডেকে তোলেন। এসময় নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীরা ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন ওয়ার্ডের এক রোগীর স্বজনরা । খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক ইঞ্জিন এলেও এর আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা। ওই ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে ভর্তি ছিলেন পূর্ব বর্ধমান জেলার গলসির বড়মুড়িয়া গ্রামের সন্ধ্যা ম-ল (৬০) নামে এক নারী। তিনি হাসপাতালের বেডেই পুড়ে মারা যান। তা কারো চোখে পড়েনি বলে দাবি করেছেন হাপাতালের অন্যান্য রোগীর স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, একটি বেডেই আগুন লাগে। তবে কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। মশারির মধ্যে থাকায় এবং অক্সিজেন চলার ফলে ভয়াবহ আকার নেয় জানিয়ে কর্তৃপক্ষ বলছে, আগুন ১০ মিনিটেই নিভে যায়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতে হাসপাতালে আগুন, করোনা রোগীর মৃত্যু

আপডেট সময় : ১২:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকা- ঘটেছে। আগুনে একজন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। খবর জিনিউজ।
ভোর সাড়ে চারটার দিকে হাসপাতালের করোনা ডেডিকেটেড রাধারাণী ওয়ার্ডে আগুন লাগে। একজন রোগীর স্বজন প্রথম আগুন দেখতে পান। তারপর তিনি অন্যদের ঘুম থেকে ডেকে তোলেন। এসময় নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীরা ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন ওয়ার্ডের এক রোগীর স্বজনরা । খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক ইঞ্জিন এলেও এর আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা। ওই ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে ভর্তি ছিলেন পূর্ব বর্ধমান জেলার গলসির বড়মুড়িয়া গ্রামের সন্ধ্যা ম-ল (৬০) নামে এক নারী। তিনি হাসপাতালের বেডেই পুড়ে মারা যান। তা কারো চোখে পড়েনি বলে দাবি করেছেন হাপাতালের অন্যান্য রোগীর স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, একটি বেডেই আগুন লাগে। তবে কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। মশারির মধ্যে থাকায় এবং অক্সিজেন চলার ফলে ভয়াবহ আকার নেয় জানিয়ে কর্তৃপক্ষ বলছে, আগুন ১০ মিনিটেই নিভে যায়।