ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

ভারতে সিরিজ জিততে অস্ট্রেলিয়াকে জনসনের পরামর্শ

  • আপডেট সময় : ১০:৪০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারতের মাটিতে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। আগের চারবারের দেখায় মাত্র একটি টেস্ট জিতেছে তারা। এবার সেই গেরো কাটাতে পারবে কি অজিরা? উত্তর পেতে অপেক্ষা করতে হবে। তবে সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনের বিশ্বাস, প্যাট কামিন্সের দল আগে ব্যাটিং করতে পারলে সিরিজ জয়ের ভালো সুযোগ পাবে। আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হচ্ছে চার টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি। এনিয়ে চলছে বিশেষজ্ঞদের নানা অভিমত। দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানের কলামে অস্ট্রেলিয়াকে টোটকা দিলেন জনসন, ‘সিরিজের শুরুতে যদি অস্ট্রেলিয়া কয়েকবার প্রথমে ব্যাট করতে পারে, যে ভেন্যুতে স্পিন ভালো ধরে, তারা যদি সেখানে প্রথম ইনিংসে বোর্ডে ভালো স্কোর জমাতে পারে, তাহলে ভারতের ওপর চাপ বাড়বে।’
সাবেক এই পেসার আরো বলেছেন, ‘অজিরা চার স্পিনার নিয়েছে দলে এবং নাথান লিয়নের অভিজ্ঞতা ও টেস্ট রেকর্ডকে ভারত সমীহ করতে পারে। তবে তারা কাউকে ভয় পায় না, ভারতের ব্যাটসম্যানরা পায়ের ভালো কাজ পারে এবং নিখুঁতভাবে স্পিন খেলতে পারে।’ ২০০৮ সালে নাগপুরে অস্ট্রেলিয়াকে ১৭২ রানে হারায় ভারত। ওইবার জনসনের সঙ্গে পেস আক্রমণে ছিলেন ব্রেট লি। ম্যাচে সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা নেন মাত্র একটি উইকেট। তবে সাবেক সতীর্থ জ্যাসন ক্রেজা পান ১২ উইকেট। জনসনের বিশ্বাস, এবারো ফ্ল্যাট পিচে খেলা হবে। তিনি যোগ করেন, ‘২০০৮ সালের পর প্রথমবার এই সপ্তাহে নাগপুরে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আগেরবার ১২ উকেট নেন জ্যাসন ক্রেজা। আশা করা হচ্ছে পিচ খুব ফ্ল্যাট থাকবে, ঘাস থাকবে না। হয়তো সুইংও হবে না। পেসারদের জন্য কঠিন হবে। লিয়নের এক্সট্রা বাউন্সে বল করার সামর্থ্য আছে। সে প্রথমবার নাগপুরে কিছু একটা করতে পারে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হত্যার দায় এড়াতে পারি না, আমাদের ব্যর্থতা আছে

ভারতে সিরিজ জিততে অস্ট্রেলিয়াকে জনসনের পরামর্শ

আপডেট সময় : ১০:৪০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : ভারতের মাটিতে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। আগের চারবারের দেখায় মাত্র একটি টেস্ট জিতেছে তারা। এবার সেই গেরো কাটাতে পারবে কি অজিরা? উত্তর পেতে অপেক্ষা করতে হবে। তবে সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনের বিশ্বাস, প্যাট কামিন্সের দল আগে ব্যাটিং করতে পারলে সিরিজ জয়ের ভালো সুযোগ পাবে। আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হচ্ছে চার টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি। এনিয়ে চলছে বিশেষজ্ঞদের নানা অভিমত। দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানের কলামে অস্ট্রেলিয়াকে টোটকা দিলেন জনসন, ‘সিরিজের শুরুতে যদি অস্ট্রেলিয়া কয়েকবার প্রথমে ব্যাট করতে পারে, যে ভেন্যুতে স্পিন ভালো ধরে, তারা যদি সেখানে প্রথম ইনিংসে বোর্ডে ভালো স্কোর জমাতে পারে, তাহলে ভারতের ওপর চাপ বাড়বে।’
সাবেক এই পেসার আরো বলেছেন, ‘অজিরা চার স্পিনার নিয়েছে দলে এবং নাথান লিয়নের অভিজ্ঞতা ও টেস্ট রেকর্ডকে ভারত সমীহ করতে পারে। তবে তারা কাউকে ভয় পায় না, ভারতের ব্যাটসম্যানরা পায়ের ভালো কাজ পারে এবং নিখুঁতভাবে স্পিন খেলতে পারে।’ ২০০৮ সালে নাগপুরে অস্ট্রেলিয়াকে ১৭২ রানে হারায় ভারত। ওইবার জনসনের সঙ্গে পেস আক্রমণে ছিলেন ব্রেট লি। ম্যাচে সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা নেন মাত্র একটি উইকেট। তবে সাবেক সতীর্থ জ্যাসন ক্রেজা পান ১২ উইকেট। জনসনের বিশ্বাস, এবারো ফ্ল্যাট পিচে খেলা হবে। তিনি যোগ করেন, ‘২০০৮ সালের পর প্রথমবার এই সপ্তাহে নাগপুরে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আগেরবার ১২ উকেট নেন জ্যাসন ক্রেজা। আশা করা হচ্ছে পিচ খুব ফ্ল্যাট থাকবে, ঘাস থাকবে না। হয়তো সুইংও হবে না। পেসারদের জন্য কঠিন হবে। লিয়নের এক্সট্রা বাউন্সে বল করার সামর্থ্য আছে। সে প্রথমবার নাগপুরে কিছু একটা করতে পারে।’