ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ভারতে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে মুসলিম সেনা আলি শেখ নিহত

  • আপডেট সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক মুসলিম জওয়ান নিহত হয়েছেন। তার নাম ঝান্টু আলি শেখ। তিনি ভারতীয় সেনার একজন হাবিলদার ছিলেন। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদু-বসন্তগড় এলাকার লাট্টির বনাঞ্চলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন আলি শেখ। সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কর্পস’ জানিয়েছে, অভিযানে অংশ নেওয়া বাহিনী জঙ্গিদের উপস্থিতি টের পেয়ে অভিযান শুরু করে। র সূচনা করে। এ সময় জঙ্গিরা আকস্মিকভাবে গুলি চালায়। ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালানো শুরু করে। এতে গুরুতর আহত হন ৬ প্যারা স্পেশাল ফোর্সের সদস্য হাবিলদার ঝান্টু আলি শেখ। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হোয়াইট নাইট কর্পস’র এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, আমাদের বীর সেনা হাবিলদার ঝান্টু আলি শেখের বীরত্ব ও আত্মত্যাগ জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। তার সাহসিকতা ও দলের আত্মনিবেদন চিরস্মরণীয় হয়ে থাকবে।

আলি শেখের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। আলির আত্মত্যাগকে সম্মান জানিয়ে তিনি বলেন, আমি শহীদ হাবিলদার ঝান্টু আলি শেখের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। দেশের জন্য তার সর্বোচ্চ ত্যাগ জাতি কখনো ভুলবে না। এই শোকের মুহূর্তে পুরো দেশ তার পরিবারের পাশে আছে। এর আগে গত ১০ এপ্রিল রাতে কিশ্তওয়ার জেলার চাত্রু বনাঞ্চলে জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তীব্র সংঘর্ষে নিহত হয় তিন সশস্ত্র জঙ্গি। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। জম্মু অঞ্চলের বিভিন্ন জেলায় বিশেষ করে ভাদরওয়াহ, ডোডা, রাজৌরি ও পুঞ্চে জঙ্গিদের বিচরণ রুখতে টহল ও নজরদারি আরও জোরদার করেছে সেনা ও নিরাপত্তা বাহিনী। অন্যদিকে, পুঞ্চ জেলার লাসানার বনাঞ্চলে গত ১৪ এপ্রিল জঙ্গিদের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়। এর পর থেকে টানা ১০ দিন ধরে সেখানে যৌথ অভিযান চালাচ্ছে রোমিও ফোর্স, এসওজি, সিআরপিএফ ও পুঞ্চ পুলিশ। বর্তমানে গুরসাই, ব্রেল্লা, কাসবালারি, বাফলিয়াজ, ফামারনার, কিকার মোড় ও হারনি অঞ্চলে অভিযান চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য জঙ্গি লুকিয়ে থাকার জায়গাগুলো ঘিরে ফেলা হয়েছে। প্রতিটি জায়গায় ঘন বনাঞ্চলে তল্লাশি চালানো হচ্ছে। যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলায় জম্মু-রাজৌরি-পুঞ্চ জাতীয় মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, তারা পুরো এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। জঙ্গিদের গতিবিধি প্রতিরোধে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

 

 

 

 

 

 

 

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভারতে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে মুসলিম সেনা আলি শেখ নিহত

আপডেট সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

প্রত্যাশা ডেস্ক : জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক মুসলিম জওয়ান নিহত হয়েছেন। তার নাম ঝান্টু আলি শেখ। তিনি ভারতীয় সেনার একজন হাবিলদার ছিলেন। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদু-বসন্তগড় এলাকার লাট্টির বনাঞ্চলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন আলি শেখ। সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কর্পস’ জানিয়েছে, অভিযানে অংশ নেওয়া বাহিনী জঙ্গিদের উপস্থিতি টের পেয়ে অভিযান শুরু করে। র সূচনা করে। এ সময় জঙ্গিরা আকস্মিকভাবে গুলি চালায়। ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালানো শুরু করে। এতে গুরুতর আহত হন ৬ প্যারা স্পেশাল ফোর্সের সদস্য হাবিলদার ঝান্টু আলি শেখ। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হোয়াইট নাইট কর্পস’র এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, আমাদের বীর সেনা হাবিলদার ঝান্টু আলি শেখের বীরত্ব ও আত্মত্যাগ জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। তার সাহসিকতা ও দলের আত্মনিবেদন চিরস্মরণীয় হয়ে থাকবে।

আলি শেখের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। আলির আত্মত্যাগকে সম্মান জানিয়ে তিনি বলেন, আমি শহীদ হাবিলদার ঝান্টু আলি শেখের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। দেশের জন্য তার সর্বোচ্চ ত্যাগ জাতি কখনো ভুলবে না। এই শোকের মুহূর্তে পুরো দেশ তার পরিবারের পাশে আছে। এর আগে গত ১০ এপ্রিল রাতে কিশ্তওয়ার জেলার চাত্রু বনাঞ্চলে জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তীব্র সংঘর্ষে নিহত হয় তিন সশস্ত্র জঙ্গি। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। জম্মু অঞ্চলের বিভিন্ন জেলায় বিশেষ করে ভাদরওয়াহ, ডোডা, রাজৌরি ও পুঞ্চে জঙ্গিদের বিচরণ রুখতে টহল ও নজরদারি আরও জোরদার করেছে সেনা ও নিরাপত্তা বাহিনী। অন্যদিকে, পুঞ্চ জেলার লাসানার বনাঞ্চলে গত ১৪ এপ্রিল জঙ্গিদের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়। এর পর থেকে টানা ১০ দিন ধরে সেখানে যৌথ অভিযান চালাচ্ছে রোমিও ফোর্স, এসওজি, সিআরপিএফ ও পুঞ্চ পুলিশ। বর্তমানে গুরসাই, ব্রেল্লা, কাসবালারি, বাফলিয়াজ, ফামারনার, কিকার মোড় ও হারনি অঞ্চলে অভিযান চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য জঙ্গি লুকিয়ে থাকার জায়গাগুলো ঘিরে ফেলা হয়েছে। প্রতিটি জায়গায় ঘন বনাঞ্চলে তল্লাশি চালানো হচ্ছে। যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলায় জম্মু-রাজৌরি-পুঞ্চ জাতীয় মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, তারা পুরো এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। জঙ্গিদের গতিবিধি প্রতিরোধে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।