ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে সংবর্ধিত গবেষক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার

  • আপডেট সময় : ০৩:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

বিশেষ আমন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি ও কোচবিহারে গিয়েছিলেন গবেষক ও লেখক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার। আইন পেশার পাশাপাশি দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রদায়ক জাহাঙ্গীর আলম সরকার মোট ৩৩টি গ্রন্থ রচনা করেছেন। আইন, আঞ্চলিক ইতিহাস, মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গ্রন্থগুলো রচনা করেছেন।
গত ২১ মে সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার সমাজপাড়ার স্টুডেন্টস্ হেলথ্ হোমের ভবনে এই বাংলাদেশের এই লেখককে সংবর্ধনা দেয় জলপাইগুড়ি শহরের একটি সামাজিক সংগঠন। অভিমুখ নামের সংগঠনটির দুই আহ্বায়ক উমেশ শর্মা ও প্রশান্ত নাথ চৌধুরীসহ জলপাইগুড়ি শহরের কবি, সাহিত্যিক ও লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক গাঙ্গুলি, জাতিস্বর ভারতী, গৌতম গুহ রায়, মণিদীপা নন্দী বিশ্বাস, দেবপ্রসাদ রায় প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সুকল্যান ভট্টাচার্য।
২২ মে দুপুরে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন ভবনে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ জাহাঙ্গীর আলম সরকারকে সংবর্ধনা দেয়। মানপত্র পাঠ করেন কোচবিহার বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজ্ঞ আইনজীবী বিপুল রায়। সভাপত্বি করেন জলপাইগুড়ি বার অ্যসোসিয়েশনের সভাপতি বিজ্ঞ আইনজীবী সোমনাথ পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট শান্তা চ্যাটার্জি। সংবর্ধনা অনুষ্ঠানে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
২৩ মে বিকালে কোচবিহার বার অ্যসোসিয়েশন ভবনে আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ জাহাঙ্গীর আলম সরকারকে সংবর্ধনা প্রদান করে। এই অনুষ্ঠানটিও পরিচালনা করেন কোচবিহার বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজ্ঞ আইনজীবী অশোক কুমার ঘোষ। সভাপত্বি করেন বিজ্ঞ আইনজীবী জলিল। কোচবিহার বার অ্যাসোসিয়েশনের বিজ্ঞ আইনজীবীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভারতে সংবর্ধিত গবেষক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার

আপডেট সময় : ০৩:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

বিশেষ আমন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি ও কোচবিহারে গিয়েছিলেন গবেষক ও লেখক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার। আইন পেশার পাশাপাশি দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রদায়ক জাহাঙ্গীর আলম সরকার মোট ৩৩টি গ্রন্থ রচনা করেছেন। আইন, আঞ্চলিক ইতিহাস, মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গ্রন্থগুলো রচনা করেছেন।
গত ২১ মে সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার সমাজপাড়ার স্টুডেন্টস্ হেলথ্ হোমের ভবনে এই বাংলাদেশের এই লেখককে সংবর্ধনা দেয় জলপাইগুড়ি শহরের একটি সামাজিক সংগঠন। অভিমুখ নামের সংগঠনটির দুই আহ্বায়ক উমেশ শর্মা ও প্রশান্ত নাথ চৌধুরীসহ জলপাইগুড়ি শহরের কবি, সাহিত্যিক ও লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক গাঙ্গুলি, জাতিস্বর ভারতী, গৌতম গুহ রায়, মণিদীপা নন্দী বিশ্বাস, দেবপ্রসাদ রায় প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সুকল্যান ভট্টাচার্য।
২২ মে দুপুরে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন ভবনে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ জাহাঙ্গীর আলম সরকারকে সংবর্ধনা দেয়। মানপত্র পাঠ করেন কোচবিহার বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজ্ঞ আইনজীবী বিপুল রায়। সভাপত্বি করেন জলপাইগুড়ি বার অ্যসোসিয়েশনের সভাপতি বিজ্ঞ আইনজীবী সোমনাথ পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট শান্তা চ্যাটার্জি। সংবর্ধনা অনুষ্ঠানে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
২৩ মে বিকালে কোচবিহার বার অ্যসোসিয়েশন ভবনে আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ জাহাঙ্গীর আলম সরকারকে সংবর্ধনা প্রদান করে। এই অনুষ্ঠানটিও পরিচালনা করেন কোচবিহার বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজ্ঞ আইনজীবী অশোক কুমার ঘোষ। সভাপত্বি করেন বিজ্ঞ আইনজীবী জলিল। কোচবিহার বার অ্যাসোসিয়েশনের বিজ্ঞ আইনজীবীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি