ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ভারতে যাত্রী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ১১

  • আপডেট সময় : ০৩:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড়ে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। স্থানীয় যাত্রীবাহী ট্রেনটি মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ১১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত বিলাসপুর শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সিনিয়র সরকারি কর্মকর্তা সঞ্জয় আগরওয়াল সংবাদ সংস্থা-দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, যাত্রীবাহী ট্রেনটি পেছন থেকে মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। যাত্রী ট্রেনের একটি ডিবি মালবাহী ট্রেনের বগির ওপর উঠে যায়।

দীর্ঘ শ্রমের পর উদ্ধারকারী দল ওই ডিবিটিকে মাটিতে নামাতে সক্ষম হয়।এছাড়া লোহা কাটার ব্যবহার করে আরো তিনটি মৃতদেহ খুঁজে বের করা হয়।

বুধবার ভোরে উদ্ধার কাজ শেষ হয় এবং দুর্ঘটনাস্থলের মাধ্যমে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

মৃতদের মধ্যে যাত্রী ট্রেনের চালক ছিলেন। তার নারী সহ-চালক গুরুতর আহত হন। তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগরওয়াল বলেন, দুর্ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

অপারেটর ভারতীয় রেলওয়ের এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করা হয়েছে। তারা নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তাও ঘোষণা করা হয়েছে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভারতে ট্রেন সংঘর্ষ অনিয়মিত নয়। দেশজুড়ে ১৪ হাজার ট্রেনে দৈনিক ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ ভ্রমণ করে। রেল নিরাপত্তা উন্নয়নের সরকারি প্রচেষ্টা সত্ত্বেও, প্রতি বছর শত শত দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কিছু প্রাণঘাতী এবং প্রায়শই মানবিক ভুল বা পুরনো সিগন্যালিং সিস্টেমের কারণে তা ঘটে।

২০২৩ সালে ওড়িশা রাজ্যে একটি দুর্ঘটনায় কমপক্ষে ২৮৮ জন নিহত হয়েছিল, যা ভারতের অন্যতম প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।

এসি/আপ্র/০৫/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভারতে যাত্রী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ১১

আপডেট সময় : ০৩:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড়ে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। স্থানীয় যাত্রীবাহী ট্রেনটি মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ১১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত বিলাসপুর শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সিনিয়র সরকারি কর্মকর্তা সঞ্জয় আগরওয়াল সংবাদ সংস্থা-দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, যাত্রীবাহী ট্রেনটি পেছন থেকে মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। যাত্রী ট্রেনের একটি ডিবি মালবাহী ট্রেনের বগির ওপর উঠে যায়।

দীর্ঘ শ্রমের পর উদ্ধারকারী দল ওই ডিবিটিকে মাটিতে নামাতে সক্ষম হয়।এছাড়া লোহা কাটার ব্যবহার করে আরো তিনটি মৃতদেহ খুঁজে বের করা হয়।

বুধবার ভোরে উদ্ধার কাজ শেষ হয় এবং দুর্ঘটনাস্থলের মাধ্যমে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

মৃতদের মধ্যে যাত্রী ট্রেনের চালক ছিলেন। তার নারী সহ-চালক গুরুতর আহত হন। তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগরওয়াল বলেন, দুর্ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

অপারেটর ভারতীয় রেলওয়ের এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করা হয়েছে। তারা নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তাও ঘোষণা করা হয়েছে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভারতে ট্রেন সংঘর্ষ অনিয়মিত নয়। দেশজুড়ে ১৪ হাজার ট্রেনে দৈনিক ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ ভ্রমণ করে। রেল নিরাপত্তা উন্নয়নের সরকারি প্রচেষ্টা সত্ত্বেও, প্রতি বছর শত শত দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কিছু প্রাণঘাতী এবং প্রায়শই মানবিক ভুল বা পুরনো সিগন্যালিং সিস্টেমের কারণে তা ঘটে।

২০২৩ সালে ওড়িশা রাজ্যে একটি দুর্ঘটনায় কমপক্ষে ২৮৮ জন নিহত হয়েছিল, যা ভারতের অন্যতম প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।

এসি/আপ্র/০৫/১১/২০২৫