ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

ভারতে মাওবাদী বিরোধী অভিযানে নিহত ১৬

  • আপডেট সময় : ০৮:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৬ জন মাওবাদী নিহত হয়েছে। গতকাল শনিবার (২৯ মার্চ) ছত্তিশগড়ের সুকমা জেলায় পরিচালিত ওই অভিযানে দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, সুকমা জেলার কেরালাপাল থানার এলাকায় মাওবাদীদের উপস্থিতির গোপন তথ্য পাওয়ার পর শুক্রবার এই অভিযান শুরু করা হয়। তথ্যের ভিত্তিতে, জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি যৌথ দল অভিযান চালায়। শনিবার সকাল ৮টা থেকে মাওবাদীদের সঙ্গে টানা বন্দুকযুদ্ধ শুরু হয়, যা কয়েক ঘণ্টা ধরে চলে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে পুলিশ জানায়, অভিযানের পর ঘটনাস্থল থেকে ১৬ জন নিহত মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়াও, একে-৪৭, এসএলআর, ইনসাস রাইফেল, ৩০৩ রাইফেল, রকেট লঞ্চার ও বিস্ফোরকসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, এনকাউন্টারে দুই ডিআরজি জওয়ানও আহত হয়েছেন, তবে তারা আশঙ্কামুক্ত এবং তাদের চিকিৎসা চলছে। নিহত মাওবাদীদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। এটি গত দশ দিনের মধ্যে দ্বিতীয় বড় সংঘর্ষ। এর আগে, ২০ মার্চ বিজাপুর-দান্তেওয়াড়া অঞ্চলে আরও ২৬ জন মাওবাদী নিহত হয়েছিল। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত, ভারতীয় নিরাপত্তা বাহিনী অন্তত ১১৬ জন মাওবাদীকে হত্যা করেছে। বাস্তার অঞ্চলের সাতটি জেলা যার মধ্যে বিজাপুর, সুকমা ও দান্তেওয়াড়া অন্তর্ভুক্ত সেখানে এই ধরনের সংঘর্ষের ঘটনা ক্রমশ বাড়ছে। এই সংঘর্ষে নিহতদের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে নিরাপত্তা বাহিনী বলছে, তারা অঞ্চলটিকে মাওবাদী কার্যকলাপমুক্ত করতে অভিযান চালিয়ে যাবে। সূত্র: দ্য হিন্দু

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে মাওবাদী বিরোধী অভিযানে নিহত ১৬

আপডেট সময় : ০৮:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৬ জন মাওবাদী নিহত হয়েছে। গতকাল শনিবার (২৯ মার্চ) ছত্তিশগড়ের সুকমা জেলায় পরিচালিত ওই অভিযানে দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, সুকমা জেলার কেরালাপাল থানার এলাকায় মাওবাদীদের উপস্থিতির গোপন তথ্য পাওয়ার পর শুক্রবার এই অভিযান শুরু করা হয়। তথ্যের ভিত্তিতে, জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি যৌথ দল অভিযান চালায়। শনিবার সকাল ৮টা থেকে মাওবাদীদের সঙ্গে টানা বন্দুকযুদ্ধ শুরু হয়, যা কয়েক ঘণ্টা ধরে চলে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে পুলিশ জানায়, অভিযানের পর ঘটনাস্থল থেকে ১৬ জন নিহত মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়াও, একে-৪৭, এসএলআর, ইনসাস রাইফেল, ৩০৩ রাইফেল, রকেট লঞ্চার ও বিস্ফোরকসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, এনকাউন্টারে দুই ডিআরজি জওয়ানও আহত হয়েছেন, তবে তারা আশঙ্কামুক্ত এবং তাদের চিকিৎসা চলছে। নিহত মাওবাদীদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। এটি গত দশ দিনের মধ্যে দ্বিতীয় বড় সংঘর্ষ। এর আগে, ২০ মার্চ বিজাপুর-দান্তেওয়াড়া অঞ্চলে আরও ২৬ জন মাওবাদী নিহত হয়েছিল। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত, ভারতীয় নিরাপত্তা বাহিনী অন্তত ১১৬ জন মাওবাদীকে হত্যা করেছে। বাস্তার অঞ্চলের সাতটি জেলা যার মধ্যে বিজাপুর, সুকমা ও দান্তেওয়াড়া অন্তর্ভুক্ত সেখানে এই ধরনের সংঘর্ষের ঘটনা ক্রমশ বাড়ছে। এই সংঘর্ষে নিহতদের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে নিরাপত্তা বাহিনী বলছে, তারা অঞ্চলটিকে মাওবাদী কার্যকলাপমুক্ত করতে অভিযান চালিয়ে যাবে। সূত্র: দ্য হিন্দু