ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ভারতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকাদের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ১২:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সেদেশের পুলিশ। তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, আত্মহত্যার চেষ্টা এবং সরকারি নির্দেশ অমান্য-সহ একাধিক ধারায় মামলা হয়েছে পশ্চিমবঙ্গের বিধাননগর উত্তর থানায়।
গত মঙ্গলবারের এই ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, ‘এ রাজ্যে সবচেয়ে কম বেতন পান শিক্ষকরা। দীর্ঘদিন ডিএ বাড়ানো হয়নি। প্রতিবাদে তাঁরা আন্দোলনে নেমেছেন। এ রাজ্যে সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’
গতকাল বুধবার সকালেই ওই শিক্ষিকাদের সঙ্গে দেখা করার পর সায়ন্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি জনিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেন, ‘ত্রিপুরায় যাওয়া কমিয়ে শিক্ষামন্ত্রীর এই সমস্যার সমাধান করা উচিত। সমাজের যাঁরা মেরুদ-, সেই শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা করার সময় নেই তাঁর। বিজেপিকে কম গালাগাল করে এই সমস্যার সমাধান করুন।’
মঙ্গলবার শিক্ষিকাদের বিষ খাওয়ার ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, বুধবার সেই প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী। তিনি ওই পাঁচ শিক্ষিকাকে ‘বিজেপি ক্যাডার’ বলে উল্লেখ করেন। এদিন বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন আন্দোলনকারী শিক্ষকেরা। পুলিশ তাঁদের বাধা দিতে গেলে আচমকাই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা। সঙ্গে সঙ্গে অসুস্থও হয়ে পড়েন শিক্ষিকারা। পুলিশ পাঁচজনকেই হাসপাতালে নিয়ে যায়। তাদের তিন জনের শারীরিক অবস্থা দেখে ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভারতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকাদের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১২:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সেদেশের পুলিশ। তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, আত্মহত্যার চেষ্টা এবং সরকারি নির্দেশ অমান্য-সহ একাধিক ধারায় মামলা হয়েছে পশ্চিমবঙ্গের বিধাননগর উত্তর থানায়।
গত মঙ্গলবারের এই ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, ‘এ রাজ্যে সবচেয়ে কম বেতন পান শিক্ষকরা। দীর্ঘদিন ডিএ বাড়ানো হয়নি। প্রতিবাদে তাঁরা আন্দোলনে নেমেছেন। এ রাজ্যে সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’
গতকাল বুধবার সকালেই ওই শিক্ষিকাদের সঙ্গে দেখা করার পর সায়ন্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি জনিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেন, ‘ত্রিপুরায় যাওয়া কমিয়ে শিক্ষামন্ত্রীর এই সমস্যার সমাধান করা উচিত। সমাজের যাঁরা মেরুদ-, সেই শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা করার সময় নেই তাঁর। বিজেপিকে কম গালাগাল করে এই সমস্যার সমাধান করুন।’
মঙ্গলবার শিক্ষিকাদের বিষ খাওয়ার ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, বুধবার সেই প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী। তিনি ওই পাঁচ শিক্ষিকাকে ‘বিজেপি ক্যাডার’ বলে উল্লেখ করেন। এদিন বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন আন্দোলনকারী শিক্ষকেরা। পুলিশ তাঁদের বাধা দিতে গেলে আচমকাই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা। সঙ্গে সঙ্গে অসুস্থও হয়ে পড়েন শিক্ষিকারা। পুলিশ পাঁচজনকেই হাসপাতালে নিয়ে যায়। তাদের তিন জনের শারীরিক অবস্থা দেখে ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।