ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে ৭৩%

  • আপডেট সময় : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত বছর জুলাই-অগাস্টে বাংলাদেশে গণআন্দোলনের সময় থেকে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেনের যে নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছিল তার আরও অবনতি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ৭৩ দশমিক ১৫ শতাংশ কম লেনদেন নিয়ে ভারত নেমে গেছে ষষ্ঠ স্থানে। যথারীতি যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। তারপরেই রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাজ্য। ক্রেডিট কার্ডে লেনদেনের তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক ‘অ্যান ওভারভিউ অব ক্রেডিট কার্ড ইউসেজ প্যাটার্ন উইদিন অ্যান্ড আউটসাইড বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৩৮৩ কোটি টাকা। আর জানুয়ারি মাস শেষে ছিল ৪৪৫ কোটি টাকা। অর্থাৎ এক মাসের মধ্যে বিদেশে ১৩ দশমিক ৯৩ শতাংশ কম খরচ হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশের বাইরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছিলেন ৪৯৯ কোটি টাকা। আর চলতি বছর ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে, ৫২ কোটি টাকা। যা জানুয়ারিতে ছিল ৬৮ কোটি টাকা। দ্বিতীয় অবস্থান থাকা থাইল্যান্ডে বাংলাদেশিরা খরচ করেছেন ৪৬ কোটি টাকা।

জানুয়ারিতে খরচ হয়েছিল ৬৪ কোটি টাকা। বরং জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে ১ কোটি টাকা বেশি, ৩৯ কোটি টাকা খরচ করেছেন বাংলাদেশিরা। সে তুলনায় মালয়েশিয়ায় কম খরচ করেছেন। ৩০ কোটি টাকা খরচের হিসাব নিয়ে দেশটি আছে চতুর্থ অবস্থানে। অথচ জানুয়ারিতে সেখানে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচে করেছিলেন ৩৫ কোটি টাকা। ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকরা খরচ করেছেন ৩০ কোটি টাকা। জানুয়ারিতে করেছেন ৩৩ কোটি টাকা। আর ষষ্ঠ স্থানে নেমে যাওয়া ভারতে ফেব্রুয়ারিতে বাংলাদেশি নাগরিকরা খরচ করেছেন ২৯ কোটি টাকা। আর জানুয়ারিতে খরচ করেছিলেন ৩২ কোটি। এক বছর আগেও বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে ভারতে তিনগুণের বেশি খরচ করেছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সেখানে বাংলাদেশিদের খরচ হয়েছিল ১০৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক ২০২৩ সাল থেকে ক্রেডিট কার্ডের তথ্য প্রকাশ করছে। সেখানে দেখা যায়, প্রতি মাসেই ভারতে সবচেয়ে বেশি লেনদেন করতেন বাংলাদেশিরা। এর পরের অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। ২০২৪ সালের জুলাই পর্যন্ত এ অবস্থা ছিল।

গত বছর ৫ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভিসা কড়াকড়ি আরোপ করে ভারত। এর ফলে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। তাতে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারও কমে গেছে। গত জুলাইয়ে বাংলাদেশিরা ভারতে ক্রেডিট কার্ডে খরচ করেন ৭৩ কোটি টাকা। আর জুনে এই পরিমাণ ছিল ৯২ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, অগাস্টে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশিরা ভারতে যাওয়া কমিয়েছেন। তার আগের ডেটা বলছে, বাংলাদেশিরা ভারতেই সবচেয়ে বেশি ক্রেডিট কার্ডে খরচ করতেন। তিনি বলেন, তবে প্রেক্ষাপট পরিবর্তন হওয়াতে বাংলাদেশিরা যে ভারতের বদলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে বেশি যাচ্ছেন, ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য সেই ইঙ্গিতই দিচ্ছে। বিদেশিরা দেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে কত খরচ করছে সেই তথ্যও দেয় বাংলাদেশ ব্যাংক। ফেব্রুয়ারি মাসে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছেন ২৬৮ কোটি টাকা, যা জানুয়ারিতে ছিল ২৫২ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বিদেশি নাগরিকদের খরচ ৬ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। এ ক্ষেত্রেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা বাংলাদেশে খরচ করেছেন ৮৮ কোটি টাকা। এরপর যুক্তরাজ্যের নাগরিকরা ২৭ কোটি টাকা খরচ করেছেন। তৃতীয় অবস্থানে রয়েছেন ভারত। দেশটির নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ১৬ কোটি টাকা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে ৭৩%

আপডেট সময় : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গত বছর জুলাই-অগাস্টে বাংলাদেশে গণআন্দোলনের সময় থেকে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেনের যে নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছিল তার আরও অবনতি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ৭৩ দশমিক ১৫ শতাংশ কম লেনদেন নিয়ে ভারত নেমে গেছে ষষ্ঠ স্থানে। যথারীতি যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। তারপরেই রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাজ্য। ক্রেডিট কার্ডে লেনদেনের তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক ‘অ্যান ওভারভিউ অব ক্রেডিট কার্ড ইউসেজ প্যাটার্ন উইদিন অ্যান্ড আউটসাইড বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৩৮৩ কোটি টাকা। আর জানুয়ারি মাস শেষে ছিল ৪৪৫ কোটি টাকা। অর্থাৎ এক মাসের মধ্যে বিদেশে ১৩ দশমিক ৯৩ শতাংশ কম খরচ হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশের বাইরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছিলেন ৪৯৯ কোটি টাকা। আর চলতি বছর ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে, ৫২ কোটি টাকা। যা জানুয়ারিতে ছিল ৬৮ কোটি টাকা। দ্বিতীয় অবস্থান থাকা থাইল্যান্ডে বাংলাদেশিরা খরচ করেছেন ৪৬ কোটি টাকা।

জানুয়ারিতে খরচ হয়েছিল ৬৪ কোটি টাকা। বরং জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে ১ কোটি টাকা বেশি, ৩৯ কোটি টাকা খরচ করেছেন বাংলাদেশিরা। সে তুলনায় মালয়েশিয়ায় কম খরচ করেছেন। ৩০ কোটি টাকা খরচের হিসাব নিয়ে দেশটি আছে চতুর্থ অবস্থানে। অথচ জানুয়ারিতে সেখানে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচে করেছিলেন ৩৫ কোটি টাকা। ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকরা খরচ করেছেন ৩০ কোটি টাকা। জানুয়ারিতে করেছেন ৩৩ কোটি টাকা। আর ষষ্ঠ স্থানে নেমে যাওয়া ভারতে ফেব্রুয়ারিতে বাংলাদেশি নাগরিকরা খরচ করেছেন ২৯ কোটি টাকা। আর জানুয়ারিতে খরচ করেছিলেন ৩২ কোটি। এক বছর আগেও বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে ভারতে তিনগুণের বেশি খরচ করেছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সেখানে বাংলাদেশিদের খরচ হয়েছিল ১০৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক ২০২৩ সাল থেকে ক্রেডিট কার্ডের তথ্য প্রকাশ করছে। সেখানে দেখা যায়, প্রতি মাসেই ভারতে সবচেয়ে বেশি লেনদেন করতেন বাংলাদেশিরা। এর পরের অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। ২০২৪ সালের জুলাই পর্যন্ত এ অবস্থা ছিল।

গত বছর ৫ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভিসা কড়াকড়ি আরোপ করে ভারত। এর ফলে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। তাতে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারও কমে গেছে। গত জুলাইয়ে বাংলাদেশিরা ভারতে ক্রেডিট কার্ডে খরচ করেন ৭৩ কোটি টাকা। আর জুনে এই পরিমাণ ছিল ৯২ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, অগাস্টে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশিরা ভারতে যাওয়া কমিয়েছেন। তার আগের ডেটা বলছে, বাংলাদেশিরা ভারতেই সবচেয়ে বেশি ক্রেডিট কার্ডে খরচ করতেন। তিনি বলেন, তবে প্রেক্ষাপট পরিবর্তন হওয়াতে বাংলাদেশিরা যে ভারতের বদলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে বেশি যাচ্ছেন, ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য সেই ইঙ্গিতই দিচ্ছে। বিদেশিরা দেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে কত খরচ করছে সেই তথ্যও দেয় বাংলাদেশ ব্যাংক। ফেব্রুয়ারি মাসে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছেন ২৬৮ কোটি টাকা, যা জানুয়ারিতে ছিল ২৫২ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বিদেশি নাগরিকদের খরচ ৬ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। এ ক্ষেত্রেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা বাংলাদেশে খরচ করেছেন ৮৮ কোটি টাকা। এরপর যুক্তরাজ্যের নাগরিকরা ২৭ কোটি টাকা খরচ করেছেন। তৃতীয় অবস্থানে রয়েছেন ভারত। দেশটির নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ১৬ কোটি টাকা।