আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দীপাবলির আনন্দ এবার বহু পরিবারে নেমে এসেছে অন্ধকারের অভিশাপ হয়ে। আলোর উৎসবের রাতে যে বাজির ঝলক ও শব্দে ঘরে ঘরে হাসি ফুটার কথা ছিল, সেই একই বাজিই এবার কেড়ে নিয়েছে শতাধিক শিশুর চোখের আলো।
মধ্যপ্রদেশ রাজ্যে ‘কার্বাইড গান’ নামের এক বিপজ্জনক দেশীয় বাজি-যন্ত্র ব্যবহার করতে গিয়ে অন্তত ১৪ জন শিশু চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছে। এছাড়া চোখে গুরুতর আঘাত নিয়ে ১২২ জনেরও বেশি শিশু ভর্তি হয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে।
প্রতিবছরের মতো এবারও দিওয়ালিতে নানা ধরনের আতশবাজির প্রচলন দেখা গেছে—চকরি, রকেট, ঝিলিমিলি—কিন্তু এ বছরের নতুন সংযোজন ‘কার্বাইড বন্দুক’ হয়ে উঠেছে প্রাণঘাতী। স্থানীয়ভাবে তৈরি এই দেশি বন্দুকগুলো শিশুদের কাছে খেলনার মতো হলেও, এগুলোর বিস্ফোরণ বোমার মতো ভয়াবহ। দাম মাত্র দেড় থেকে দুইশ রুপি হলেও ক্ষতি অকল্পনীয়।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বিদিশা জেলা। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানকার বাজারগুলোতে প্রকাশ্যে বিক্রি হয়েছে এসব বিপজ্জনক খেলনা। ইতোমধ্যে পুলিশ ছয়জন বিক্রেতাকে আটক করেছে। স্থানীয় থানার ইনস্পেক্টর আর. কে. মিশ্রা জানান, যারা এই কার্বাইড বন্দুক বিক্রি বা প্রচার করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হামিদিয়া হাসপাতালের চিকিৎসক ডা. মানিশ শর্মা বলেন, এই যন্ত্রটি সরাসরি চোখের মারাত্মক ক্ষতি করে। বিস্ফোরণের সময় ধাতব খণ্ড ও কার্বাইডের বাষ্প চোখের রেটিনা পুড়িয়ে দেয়। অনেক শিশুর চোখের পিউপিল ফেটে গেছে, যার ফলে স্থায়ী অন্ধত্ব দেখা দিয়েছে।
হাসপাতালটিতে গত ৭২ ঘণ্টায় অন্তত ২৬ জন শিশু ভর্তি হয়েছে।
চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, এটি কোনো খেলনা নয়, বরং একটি বিপজ্জনক বিস্ফোরক। অনেক আহত শিশু আইসিইউতে চিকিৎসাধীন, এবং অনেকে হয়তো আর কখনো চোখের দৃষ্টি ফিরে পাবে না।
প্রতিবেদনে জানা গেছে, শিশুরা প্লাস্টিক বা টিনের পাইপে গানপাউডার, ম্যাচের মাথা ও ক্যালসিয়াম কার্বাইড ভরে সেটিতে আগুন জ্বালাচ্ছে। এই রাসায়নিক মিশ্রণ জ্বলে তীব্র বিস্ফোরণ ঘটায়, যা প্রায়ই মুখ ও চোখে আঘাত করে ভয়াবহ ক্ষতি ঘটাচ্ছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় মেলা ও হাটে এসব ‘মিনি কামান’ নামের খেলনা প্রকাশ্যে বিক্রি হচ্ছে, যার কোনো নিরাপত্তা মানদণ্ড নেই।
এদিকে সামাজিক মাধ্যমেও ‘কার্বাইড বন্দুক চ্যালেঞ্জ’ নামে ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেক কিশোর এই বিপজ্জনক খেলায় অংশ নিচ্ছে কেবল ‘লাইক’ ও ‘ভিউ’ পাওয়ার আশায়।
এই ধরনের প্রাণঘাতী খেলনা থেকে দূরে রাখা ও সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে চিকিৎসক ও অভিভাবকরা।
সূত্র: এনডিটিভি
এসি/আপ্র/২৯/১০/২০২৫























