ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

ভারতে দাম বাড়ল পেট্রল, ডিজেল ও এলপিজির

  • আপডেট সময় : ০২:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিসহ বিভিন্ন বড় শহরে আবারও তরল গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। দিল্লিবাসীকে পেট্রল ও ডিজেলের জন্য লিটারে ৮০ পয়সা এবং রান্নায় ব্যবহৃত তরল গ্যাস বা এলপিজির জন্য সিলিন্ডার প্রতি ৫০ রুপি বাড়তি গুণতে হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। দিল্লির সার্ভিস স্টেশনে এক লিটার পেট্রোল ৯৬ দশমিক ২১ রুপি ও ডিজেল ৮৭ দশমিক ৪৭ রুপিতে বিক্রি হয়েছে। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হয়।
একদিন আগেও পেট্রোল লিটারে ৯৫ দশমিক ৪১ এবং ডিজেল ৮৬ দশমিক ৬৭ রুপি দরে বিক্রি হয়েছে। গত ডিসেম্বরে এই দাম নির্ধারণ করা হয়। এনডিটিভি জানিয়েছে, ভারতে গত নভেম্বরের পর আবারও জ্বালানির এই খুচরা মূল্য বাড়ানো হলো। ২০১৭ সালের জুনে দৈনিক ভিত্তিতে মূল্য সংশোধন নীতি চালু করার পর এবারই সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য সেদেশের মেট্রো শহরগুলোতে দাম অপরিবর্তিত ছিলো।
গত সোমবার থেকে মুম্বাইয়ে পেট্রোলের দাম হয়েছে লিটারে ১১০ দশমিক ৮২ রুপি, ডিজেল ৯৫ রুপি। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোল ১০২ দশমিক ১৬ ও ডিজেল ৯২ দশমিক ১৯ রুপি এবং কলকাতায় পেট্রোল ১০৫ দশমিক ৫১ ও ডিজেল ৯০ দশমিক ৬২ রুপিতে বিক্রি হচ্ছে।
সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, গত অক্টোবরের পর নতুন করে এলপিজির দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার দিল্লিতে ভর্তুকিহীন ১৪ দশমিক ২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হয়েছে ৯৪৯ দশমিক ৫০ রুপিতে।
অবশ্য ধারণা করা হচ্ছিল যে, উত্তরপ্রদেশ, উত্তরাখ-, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরের নির্বাচনের পর জ্বালানির দাম বাড়াবে সরকার। ভারতে চাহিদার ৮৫ শতাংশ তেলই আমদানি করা হয়। সে হিসাবে তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ। দেশের স্থানীয় বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের ওপর, যা অপরিশোধিত তেলের দামের সঙ্গে ওঠানামা করে।
ইউক্রেইরে রাশিয়ার সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এর ফলে ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোরও খুচরা বাজারে তেলের দাম বাড়াতে চাপে পড়ে।
ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম করপোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন দেশের অভ্যন্তরের জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ করে। সোমবার দুইজন ডিলারের বরাতে রয়টার্স জানিয়েছিল, চার মাস বিরতির পর ভারতে তেলের খুচরা দাম বাড়তে যাচ্ছে। তাদের একজন বলেন, নিয়মিতভাবে পাম্পে দাম বাড়তে থাকতে পারে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বলেছে, তারা বিদ্যমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে দাম বাড়ল পেট্রল, ডিজেল ও এলপিজির

আপডেট সময় : ০২:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিসহ বিভিন্ন বড় শহরে আবারও তরল গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। দিল্লিবাসীকে পেট্রল ও ডিজেলের জন্য লিটারে ৮০ পয়সা এবং রান্নায় ব্যবহৃত তরল গ্যাস বা এলপিজির জন্য সিলিন্ডার প্রতি ৫০ রুপি বাড়তি গুণতে হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। দিল্লির সার্ভিস স্টেশনে এক লিটার পেট্রোল ৯৬ দশমিক ২১ রুপি ও ডিজেল ৮৭ দশমিক ৪৭ রুপিতে বিক্রি হয়েছে। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হয়।
একদিন আগেও পেট্রোল লিটারে ৯৫ দশমিক ৪১ এবং ডিজেল ৮৬ দশমিক ৬৭ রুপি দরে বিক্রি হয়েছে। গত ডিসেম্বরে এই দাম নির্ধারণ করা হয়। এনডিটিভি জানিয়েছে, ভারতে গত নভেম্বরের পর আবারও জ্বালানির এই খুচরা মূল্য বাড়ানো হলো। ২০১৭ সালের জুনে দৈনিক ভিত্তিতে মূল্য সংশোধন নীতি চালু করার পর এবারই সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য সেদেশের মেট্রো শহরগুলোতে দাম অপরিবর্তিত ছিলো।
গত সোমবার থেকে মুম্বাইয়ে পেট্রোলের দাম হয়েছে লিটারে ১১০ দশমিক ৮২ রুপি, ডিজেল ৯৫ রুপি। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোল ১০২ দশমিক ১৬ ও ডিজেল ৯২ দশমিক ১৯ রুপি এবং কলকাতায় পেট্রোল ১০৫ দশমিক ৫১ ও ডিজেল ৯০ দশমিক ৬২ রুপিতে বিক্রি হচ্ছে।
সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, গত অক্টোবরের পর নতুন করে এলপিজির দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার দিল্লিতে ভর্তুকিহীন ১৪ দশমিক ২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হয়েছে ৯৪৯ দশমিক ৫০ রুপিতে।
অবশ্য ধারণা করা হচ্ছিল যে, উত্তরপ্রদেশ, উত্তরাখ-, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরের নির্বাচনের পর জ্বালানির দাম বাড়াবে সরকার। ভারতে চাহিদার ৮৫ শতাংশ তেলই আমদানি করা হয়। সে হিসাবে তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ। দেশের স্থানীয় বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের ওপর, যা অপরিশোধিত তেলের দামের সঙ্গে ওঠানামা করে।
ইউক্রেইরে রাশিয়ার সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এর ফলে ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোরও খুচরা বাজারে তেলের দাম বাড়াতে চাপে পড়ে।
ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম করপোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন দেশের অভ্যন্তরের জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ করে। সোমবার দুইজন ডিলারের বরাতে রয়টার্স জানিয়েছিল, চার মাস বিরতির পর ভারতে তেলের খুচরা দাম বাড়তে যাচ্ছে। তাদের একজন বলেন, নিয়মিতভাবে পাম্পে দাম বাড়তে থাকতে পারে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বলেছে, তারা বিদ্যমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।