ক্রীড়া ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও মহিলা বিভাগের খেলা। বুধবার (২৬ অক্টোবর) শুরু হওয়া ওপেন বিভাগে প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের নারী ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ইসলাম জয় পেয়েছেন। তবে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ড্র করেছেন। প্রথম রাউন্ডের খেলায় রাজীব ভারতের গ্র্যান্ডমাস্টার হার্ষা ভারতকুটির সঙ্গে ড্র করেন। রাজীব কালো ঘুঁটি নিয়ে কুইন’স গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ৩০ চালে ড্র করেন। অন্য দিকে নারী ক্যান্ডিডেট মাস্টার জান্নাত মঙ্গোলিয়ার নারী ফিদে মাস্টার মুনখজুল দাভাকুয়েকে হারান। জান্নাত ক্যারো-কান ডিফেন্স পদ্ধতিতে খেলে ২৬ চালে মুনখজুলের বিপক্ষে জয় পান।
জনপ্রিয় সংবাদ