ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

ভারতে চকলেট খাওয়ার পর ৪ শিশুর মৃত্যু, তদন্তের নির্দেশ

  • আপডেট সময় : ০১:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে বিষাক্ত চকলেট খাওয়ার পর চার শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিহত শিশুদের তিনজন সহোদর।
কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বুধবার সকালে রাজ্যের কুশিনগর জেলার কাসিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শোক প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
নিহত তিন সহোদর হলেন মানজানা (৫), সুইটি (৩) এবং সমর (২)। এছাড়া এসব শিশুদের প্রতিবেশী পাঁচ বছরের অরুণেরও মৃত্যু হয়েছে। কুশিনগরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভরুন কুমার পান্ডে বলেন, গ্রামবাসীরা জানিয়েছেন, দিলিপনগর গ্রামের বাসিন্দা মুখিয়া দেবি সকালে ঘর পরিষ্কারের সময় একটি প্লাস্টিকের ব্যাগে পাঁচটি চকলেট এবং কিছু কয়েন পান। তিনি এসব চকলেট তার তিন নাতি এবং এক প্রতিবেশী শিশুকে দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, সন্দেহভাজন বিষাক্ত ওই চকলেট খাওয়ার পর শিশুরা অচেতন হয়ে পড়লে তাদের দ্রুত জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভরুন কুমার পান্ডে জানান, বাকি থাকা একটি চকলেট ফরেনসিক পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। সূত্র: এনডিটিভি

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

ভারতে চকলেট খাওয়ার পর ৪ শিশুর মৃত্যু, তদন্তের নির্দেশ

আপডেট সময় : ০১:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে বিষাক্ত চকলেট খাওয়ার পর চার শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিহত শিশুদের তিনজন সহোদর।
কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বুধবার সকালে রাজ্যের কুশিনগর জেলার কাসিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শোক প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
নিহত তিন সহোদর হলেন মানজানা (৫), সুইটি (৩) এবং সমর (২)। এছাড়া এসব শিশুদের প্রতিবেশী পাঁচ বছরের অরুণেরও মৃত্যু হয়েছে। কুশিনগরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভরুন কুমার পান্ডে বলেন, গ্রামবাসীরা জানিয়েছেন, দিলিপনগর গ্রামের বাসিন্দা মুখিয়া দেবি সকালে ঘর পরিষ্কারের সময় একটি প্লাস্টিকের ব্যাগে পাঁচটি চকলেট এবং কিছু কয়েন পান। তিনি এসব চকলেট তার তিন নাতি এবং এক প্রতিবেশী শিশুকে দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, সন্দেহভাজন বিষাক্ত ওই চকলেট খাওয়ার পর শিশুরা অচেতন হয়ে পড়লে তাদের দ্রুত জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভরুন কুমার পান্ডে জানান, বাকি থাকা একটি চকলেট ফরেনসিক পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। সূত্র: এনডিটিভি