ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ভারতে করোনা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়েছে শতাধিক

  • আপডেট সময় : ১২:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ১২৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : একদিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে শতাধিক। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে মঙ্গলবার কমলেও গতকাল বুধবার দেশটিতে সংক্রমণের হার ও সক্রিয় রোগী ফের বেড়েছে।
গতকাল বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৯৬৫ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা বেড়েছে ১১ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৪৫ জন। অন্যদিকে গত মঙ্গলবারের তুলনায় বুধবার ভারতে প্রাণহানির সংখ্যা বেড়েছে শতাধিক। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৬০ জন। অর্থাৎ গত এক দিনে মৃত্যু বেড়েছে ১১০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ২০ জন। এদিকে একদিন পরই দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে ভারতে ফিরে এসেছে বিপরীত চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে বুধবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ফের বেড়েছে।
গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৩ হাজার ৯৬৪ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৪২ হাজার। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জনে।
ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৫ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। মঙ্গলবারের তুলনায় বুধবার এই হার বেড়েছে। এদিকে গত একদিনে ভারতে সুস্থতার হার কিছুটা কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার আরও বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৬১ শতাংশ।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত ভারতে মোট ৫২ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ৬ হাজার ৭৮৫ জনের।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভারতে করোনা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়েছে শতাধিক

আপডেট সময় : ১২:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : একদিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে শতাধিক। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে মঙ্গলবার কমলেও গতকাল বুধবার দেশটিতে সংক্রমণের হার ও সক্রিয় রোগী ফের বেড়েছে।
গতকাল বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৯৬৫ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা বেড়েছে ১১ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৪৫ জন। অন্যদিকে গত মঙ্গলবারের তুলনায় বুধবার ভারতে প্রাণহানির সংখ্যা বেড়েছে শতাধিক। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৬০ জন। অর্থাৎ গত এক দিনে মৃত্যু বেড়েছে ১১০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ২০ জন। এদিকে একদিন পরই দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে ভারতে ফিরে এসেছে বিপরীত চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে বুধবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ফের বেড়েছে।
গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৩ হাজার ৯৬৪ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৪২ হাজার। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জনে।
ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৫ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। মঙ্গলবারের তুলনায় বুধবার এই হার বেড়েছে। এদিকে গত একদিনে ভারতে সুস্থতার হার কিছুটা কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার আরও বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৬১ শতাংশ।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত ভারতে মোট ৫২ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ৬ হাজার ৭৮৫ জনের।