প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তদের প্রস্তাবিত চিকিৎসার পদ্ধতির তালিকা থেকে প্লাজমা থেরাপি বাদ দিল ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির জাতীয় কোভিড টাস্ক ফোর্সের দাবি, করোনা রোগীর চিকিৎসায় কার্যকর হচ্ছে না প্লাজমা থেরাপি। তাদের অভিমত, পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে, করোনার সংক্রমণ প্রশমনে অকোজে প্লাজমা থেরাপি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত সপ্তাহের টাস্ক ফোর্সে থাকা ডাক্তার, বিজ্ঞানী ও কর্মকর্তারা সিদ্ধান্ত নেন, করোনার চিকিৎসা পদ্ধতির নির্দেশিকা থেকে বাদ দেওয়া হবে কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপিকে । আগের নির্দেশিকায় গুরুতর সংক্রমিতদের শুশ্রুষায় প্লাজমা থেরাপির কথা বলা হয়েছিল। ভারতের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবনকে চিঠি দিয়েছিলেন একাধিক বিজ্ঞানী। তারা সতর্ক করেছিলেন, যুক্তিহীন ও অবৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করা হচ্ছে। দেশটির আইএসিএমআরের প্রধান গবেষক বলরাম ভার্গব ও এইমসের পরিচালক রনদীপ গুলেরিয়া দাবি করেছিলেন, শরীরের অ্যান্টবডিকে নিষ্ক্রিয় করে দিচ্ছে প্লাজমা থেরাপি। তার ফলে রোগী হারাচ্ছে রোগ প্রতিরোধী ক্ষমতা। স্টেরয়েড নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, স্টেরয়েডের অপব্যবহারের ফলে নষ্ট হচ্ছে শরীরে থাকা প্রতিরোধ ক্ষমতা। তার ফলে মৃত্যু হচ্ছে সুস্থ রোগীর।
ভারতে করোনা চিকিৎসা থেকে প্লাজমা থেরাপি বাদ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ