ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

ভারতে করোনার চেয়ে প্রাণঘাতীরূপে নিপাহ ভাইরাস

  • আপডেট সময় : ১২:০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ১২ বছরের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। বিরল এই ভাইরাসটি কোভিড-১৯ ভাইরাসের চেয়েও অনেক বেশি প্রাণঘাতী। স্বাস্থ্য কর্মকর্তারা দীর্ঘ দিন থেকেই আশঙ্কা করে আসছেন নিপাহ ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে মহামারি শুরু হতে পারে।
গত রোববার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মৃত্যু হয় ছেলে শিশুটির। করোনাভাইরাসের মহামারিতে ভারতের এই রাজ্যটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মৃত্যুর আগে আরও দুইটি হাসপাতালে চিকিৎসা নেয় শিশুটি। ফলে আরও শত শত মানুষ তার সংস্পর্শে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে অন্তত ১১ জনের শরীরে ইতোমধ্যে লক্ষণ দেখা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিপাহ ভাইরাসের আগের সংক্রমণগুলো খতিয়ে দেখে জানিয়েছে, এতে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত। যা করোনাভাইরাসে মৃত্যু হারের চেয়ে অনেক বেশি।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব প্রাদুর্ভাবে এই ভাইরাসটিকে মানুষ থেকে মানুষে ছড়াতে দেখা গেছে, ফলে ভাইরাসটি বিশ্ব জুড়ে মহামারি শুরু করতে পারে আশঙ্কা রয়েছে।’ ভারতের ওই শিশুটির সংস্পর্শে আসা অন্তত একশ’ মানুষকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৮ জনকে কেরালার একটি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে সেকেন্ডারি কন্টাক্টগুলো পর্যবেক্ষণ করছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভারতে করোনার চেয়ে প্রাণঘাতীরূপে নিপাহ ভাইরাস

আপডেট সময় : ১২:০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ১২ বছরের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। বিরল এই ভাইরাসটি কোভিড-১৯ ভাইরাসের চেয়েও অনেক বেশি প্রাণঘাতী। স্বাস্থ্য কর্মকর্তারা দীর্ঘ দিন থেকেই আশঙ্কা করে আসছেন নিপাহ ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে মহামারি শুরু হতে পারে।
গত রোববার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মৃত্যু হয় ছেলে শিশুটির। করোনাভাইরাসের মহামারিতে ভারতের এই রাজ্যটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মৃত্যুর আগে আরও দুইটি হাসপাতালে চিকিৎসা নেয় শিশুটি। ফলে আরও শত শত মানুষ তার সংস্পর্শে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে অন্তত ১১ জনের শরীরে ইতোমধ্যে লক্ষণ দেখা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিপাহ ভাইরাসের আগের সংক্রমণগুলো খতিয়ে দেখে জানিয়েছে, এতে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত। যা করোনাভাইরাসে মৃত্যু হারের চেয়ে অনেক বেশি।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব প্রাদুর্ভাবে এই ভাইরাসটিকে মানুষ থেকে মানুষে ছড়াতে দেখা গেছে, ফলে ভাইরাসটি বিশ্ব জুড়ে মহামারি শুরু করতে পারে আশঙ্কা রয়েছে।’ ভারতের ওই শিশুটির সংস্পর্শে আসা অন্তত একশ’ মানুষকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৮ জনকে কেরালার একটি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে সেকেন্ডারি কন্টাক্টগুলো পর্যবেক্ষণ করছেন।