ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ভারতে এক মাসে ২৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ

  • আপডেট সময় : ০৯:৩০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ভারতে জুলাই মাসে ২৩ লাখ ৯০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। দেশটির কঠোর তথ্য প্রযুক্তি আইনের কারণে প্রতি মাসে ব্যবসায়িক কর্মকা- নিয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করতে হচ্ছে হোয়াটসঅ্যাপকে। সোমবার তারা জুলাই মাসের যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানেই মিলেছে এ তথ্য। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি বলছে, জুলাই মাসে বন্ধ করা অ্যাকাউন্টের ওই সংখ্যা এ বছরের প্রথম সাত মাসের মধ্যে সর্বোচ্চ।
রয়টার্স জানিয়েছে, জুন মাসে ভারতে প্রস্তাবিত এক আইনের খসড়ায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের আপিল শুনতে আলাদা প্যানেল গঠনের প্রস্তাব ছিল। পাশাপাশি আদালতের নির্দেশে তথ্যের মূল সূত্রের পরিচয় প্রকাশে গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যমগুলোর ওপর বাধ্যবাধকতা আরোপের কথা ছিল সেখানে। জুলাই মাসে নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে ১৪ লাখ ২০ হাজার অ্যাকাউন্ট নিজ উদ্যোগেই নিষিদ্ধ করার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতেও বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। জুলাই মাসে ব্যবহারকারীদের কাছ থেকে মোট ৫৭৪টি অভিযোগ পেয়েছিল হোয়াটসঅ্যাপ। নীতিমালা ভঙ্গকারী অ্যাকাউন্টগুলো চিহ্নিত করতে নিজস্ব টুলও ব্যবহার করেছে প্ল্যাটফর্মটি। ভারতীয় বাজারে ভুয়া খবর এবং বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারের মাধ্যমে হিসেবে ভূমিকা রাখার অভিযোগে সমালোচনার মুখে রয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। এর আগে জুন মাসে ২২ লাখ ১০ হাজার ভারতীয় অ্যাকাউন্ট মুছে দিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

ভারতে এক মাসে ২৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ

আপডেট সময় : ০৯:৩০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

প্রযুক্তি ডেস্ক : ভারতে জুলাই মাসে ২৩ লাখ ৯০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। দেশটির কঠোর তথ্য প্রযুক্তি আইনের কারণে প্রতি মাসে ব্যবসায়িক কর্মকা- নিয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করতে হচ্ছে হোয়াটসঅ্যাপকে। সোমবার তারা জুলাই মাসের যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানেই মিলেছে এ তথ্য। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি বলছে, জুলাই মাসে বন্ধ করা অ্যাকাউন্টের ওই সংখ্যা এ বছরের প্রথম সাত মাসের মধ্যে সর্বোচ্চ।
রয়টার্স জানিয়েছে, জুন মাসে ভারতে প্রস্তাবিত এক আইনের খসড়ায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের আপিল শুনতে আলাদা প্যানেল গঠনের প্রস্তাব ছিল। পাশাপাশি আদালতের নির্দেশে তথ্যের মূল সূত্রের পরিচয় প্রকাশে গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যমগুলোর ওপর বাধ্যবাধকতা আরোপের কথা ছিল সেখানে। জুলাই মাসে নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে ১৪ লাখ ২০ হাজার অ্যাকাউন্ট নিজ উদ্যোগেই নিষিদ্ধ করার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতেও বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। জুলাই মাসে ব্যবহারকারীদের কাছ থেকে মোট ৫৭৪টি অভিযোগ পেয়েছিল হোয়াটসঅ্যাপ। নীতিমালা ভঙ্গকারী অ্যাকাউন্টগুলো চিহ্নিত করতে নিজস্ব টুলও ব্যবহার করেছে প্ল্যাটফর্মটি। ভারতীয় বাজারে ভুয়া খবর এবং বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারের মাধ্যমে হিসেবে ভূমিকা রাখার অভিযোগে সমালোচনার মুখে রয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। এর আগে জুন মাসে ২২ লাখ ১০ হাজার ভারতীয় অ্যাকাউন্ট মুছে দিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।