প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যে ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ, এক দিনে দিনে শনাক্ত হয়েছে ২৭ হাজার ৫৫৩ জন নতুন রোগী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে ভারতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ৪৮ লাখে। আগের দিন আরও ২৮৪ জনের মৃত্যুতে এ পর্যন্ত মারা যাওয়া কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮১ হাজার ৭৭০ জনে।
এদিকে করোনাভাইরাস মোকাবিলায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। নিয়ম অনুযায়ী আজ সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
এনডিটিভি জানিয়েছে, নয়া দিল্লি, মুম্বাই, কলকাতার মত ঘনবসতিপূর্ণ শহরগুলোতে মহামারী পরিস্থিতির অবনতি হচ্ছে দ্রুত। গত নভেম্বরে ভারতে ওমিক্রনের প্রথম সংক্রমণ ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত এ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫২৫ জনে পৌঁছেছে। এর মধ্যে ৫৬০ জনই মহারাষ্ট্র আর দিল্লির বাসিন্দা। ভারতের ২৩টি রাজ্যে ইতোমধ্যে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৫৫ শতাংশে। কেবল দিল্লিতেই গতকাল রোববার ২ হাজার ৭১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে দ্বিগুণ। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার সেখানে ৩ দশমিক ৬৪ শতাংশ। ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের চেষ্টায় দিল্লির পাশের শহর হরিয়ানায় সিনেমা হল আর গুরগাঁওয়ের ক্রীড়া কমপ্লেক্সগুলো ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। ১২ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলে। নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে রাজ্য সরকারগুলেকে অস্থায়ী হাসপাতাল আর বিশেষ মেডিকেল টিমের ব্যবস্থা করতে বলেছে, যাতে রোগীর চাপ আরও বেড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গতবছর বসন্তে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছিল ভারত। এক পর্যায়ে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা চার লাখও ছাড়িয়ে গিয়েছিল। সেই ধাক্কা সামলে গত কয়েক মাস দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের নিচেই ছিল। এখন ওমিক্রন আবার সংক্রমণের হার বাড়িয়ে তুলেছে। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের এ ধরনটি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ১০৬টি দেশে। ইউরোপ আর যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে আধিপত্য বিস্তার করেছে ওমিক্রন। প্রাথমিক গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসের টিকাগুলোর দুই ডোজ নতুন এই ধরনের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারছে না। তবে কয়েকটি টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হওয়ায় বুস্টার ডোজের তোড়জোড় চলছে বিভিন্ন দেশে।
পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধসহ কঠোর বিধিনিষেধ : করোনাভাইরাস মোকাবিলায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। নিয়ম অনুযায়ী আজ থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তাছাড়া সুইমিংপুল, পার্ক, সেলুনও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে সরকারি ও বেসরকারি অফিস ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে। সোমবার থেকে ব্রিটেনের কোনো প্লেন কলকাতা শহরে নামবে না বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
তাছাড়া রাত ১০টার পর সিনেমা হল বন্ধ থাকবে, সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না, বিয়েসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠানেও ৫০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না, বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে, ৫০ শতাংশ মানুষ নিয়ে সভা-সমাবেশ করা যাবে।
বিধিনিষেধ আরোপ করা হয়েছে রাজ্যের লোকাল ট্রেনের ক্ষেত্রেও। সোমবার থেকে রাতে বন্ধ থাকবে লোকাল ট্রেন। বলা হয়েছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে দিনে চলবে লোকাল ট্রেন। তবে চালু থাকবে দূরপাল্লার ট্রেন। গতকাল রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণের হার এরই মধ্যে ১২ শতাংশ ছাড়িয়েছে। শুধু কলকাতায়ই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার। একই সঙ্গে পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
বিশে^ আরও ৪ হাজার মৃত্যু, শনাক্ত ২৯ কোটি ছুঁই ছুঁই : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও চার হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় কম। একইসঙ্গে আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে। গত একদিনে বিশ্বব্যাপী করোনায় শনাক্ত হয়েছে প্রায় ১২ লাখ মানুষের দেহে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮৭২ জন, যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যার তুলনায় দেড় হাজারের কম। তাদের নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৫৬ হাজার ৮৭৩ জনে। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৩৪৯ জনের শরীরে। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে সোয়া ৩ লাখেরও বেশি। তাদের নিয়ে মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৯৬ লাখ ৬২ হাজার ৩৬১ জনে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ১১০ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ১ লাখ ৯১ হাজার ৯২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৩ হাজার ৮৫১ জন মারা গেছেন।
দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৭৫১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ১৯ হাজার ৭৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯ হাজার ৭০৭ জনের। যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা কমেছে। টানা কয়েকদিন ধরে শীর্ষে থাকা দেশটিতে এই সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ২৫৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৫১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ লাখ ৪৭ হাজার ১৬২ জন।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫৭২ জন এবং মারা গেছেন ১৫৪ জন। ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ১১১ জন। জার্মানিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭০৬ জন এবং মারা গেছেন ৭০ জন। ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৬ জন এবং মারা গেছেন ১৯০ জন। ব্রাজিল নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৬ জন, মারা গেছেন ৩০ জন। গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ৫০৫ জন, তুরস্কে ১৪৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৫৩ জন এবং ইরানে ৩৩ জন মারা গেছেন।
ভারতে এক দিনে সাড়ে ২৭ হাজার রোগী শনাক্ত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ