ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ভারতে একদিনে করোনা শনাক্ত বাড়ল ৯০ শতাংশ

  • আপডেট সময় : ১২:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ভারতে একদিনে নতুন কোভিড রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৯০ শতাংশ, এর মধ্য দিয়ে নতুন করে সংক্রমণ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার এই জনবহুল দেশটিতে।
গতকাল সোমবার স্থানীয় সময় সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে ২১৮৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, অথচ একদিন আগে একই সময়ে ১১৫০ জন শনাক্ত হয়েছিল। একদিনে রোগী বৃদ্ধিতে ৮৯ দশমিক ৮ শতাংশ উলম্ফন ঘটেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। দেশটিতে কোভিডে আরও ২১৪ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে, যদিও তাদের মধ্যে ২১২ জনই আগে কেরালায় বিভিন্ন সময়ে মারা গেছেন, তবে সেই তথ্য এতদিন সরকারি খাতায় ওঠেনি। তাদের মধ্যে ৬২ জনের মৃত্যুর বিষয়ে ওঠা আপত্তি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং বাকি ১৫০ জনের মৃত্যু ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে ঘটেছে বলে কেরালা কর্তৃপক্ষ জানিয়েছে।

জনসাধারণের মধ্যে সংক্রমণ কী পরিমাণ ছড়িয়েছে তার সূচক দৈনিক পজিটিভিটি রেট একদিন আগে যেখানে শূন্য দশমিক ৩১ শতাংশ ছিল সোমবার তা বেড়ে শূন্য দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। তবে এদিন দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আগের দিনের ১১৫৫৮ থেকে অল্প কয়েকজন কমে ১১৫৪২-তে দাঁড়িয়েছে। মহামারী শুরু হওয়ার পর থেকে ভারতে এ পর্যন্ত শনাক্ত মোট রোগীর সংখ্যা ৪ কোটি ৩০ লাখেরও বেশি। শনাক্ত রোগী বৃদ্ধি পাওয়া শহরগুলোর শীর্ষে আছে দেশটির রাজধানী দিল্লি। এখানে ৫১৭ জন রোগী শনাক্ত হয়েছে। এতে দিল্লিতে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১৮ জনে; ৩ মার্চের পর যা সর্বোচ্চ। ভারতের সবগুলো রাজ্য যখন কোভিড বিধিনিষেধ শিথিল করেছে তখন আক্রান্তের সংখ্যা বৃদ্ধিকে উদ্বেগজনক বলছে দেশটির গণমাধ্যম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভারতে একদিনে করোনা শনাক্ত বাড়ল ৯০ শতাংশ

আপডেট সময় : ১২:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : ভারতে একদিনে নতুন কোভিড রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৯০ শতাংশ, এর মধ্য দিয়ে নতুন করে সংক্রমণ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার এই জনবহুল দেশটিতে।
গতকাল সোমবার স্থানীয় সময় সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে ২১৮৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, অথচ একদিন আগে একই সময়ে ১১৫০ জন শনাক্ত হয়েছিল। একদিনে রোগী বৃদ্ধিতে ৮৯ দশমিক ৮ শতাংশ উলম্ফন ঘটেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। দেশটিতে কোভিডে আরও ২১৪ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে, যদিও তাদের মধ্যে ২১২ জনই আগে কেরালায় বিভিন্ন সময়ে মারা গেছেন, তবে সেই তথ্য এতদিন সরকারি খাতায় ওঠেনি। তাদের মধ্যে ৬২ জনের মৃত্যুর বিষয়ে ওঠা আপত্তি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং বাকি ১৫০ জনের মৃত্যু ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে ঘটেছে বলে কেরালা কর্তৃপক্ষ জানিয়েছে।

জনসাধারণের মধ্যে সংক্রমণ কী পরিমাণ ছড়িয়েছে তার সূচক দৈনিক পজিটিভিটি রেট একদিন আগে যেখানে শূন্য দশমিক ৩১ শতাংশ ছিল সোমবার তা বেড়ে শূন্য দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। তবে এদিন দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আগের দিনের ১১৫৫৮ থেকে অল্প কয়েকজন কমে ১১৫৪২-তে দাঁড়িয়েছে। মহামারী শুরু হওয়ার পর থেকে ভারতে এ পর্যন্ত শনাক্ত মোট রোগীর সংখ্যা ৪ কোটি ৩০ লাখেরও বেশি। শনাক্ত রোগী বৃদ্ধি পাওয়া শহরগুলোর শীর্ষে আছে দেশটির রাজধানী দিল্লি। এখানে ৫১৭ জন রোগী শনাক্ত হয়েছে। এতে দিল্লিতে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১৮ জনে; ৩ মার্চের পর যা সর্বোচ্চ। ভারতের সবগুলো রাজ্য যখন কোভিড বিধিনিষেধ শিথিল করেছে তখন আক্রান্তের সংখ্যা বৃদ্ধিকে উদ্বেগজনক বলছে দেশটির গণমাধ্যম।